ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন পদ্ধতি 

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন পদ্ধতি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সংক্ষেপে এন আই ডি (NID)। এটি একজন নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। চাকরি ব্যবসা কিংবা পড়া লেখা প্রায় সব জায়গায় এটির চাহিদা বিরাজমান রয়েছে। তাই ভোটার আইডি কার্ডের ভুলগুলো সংশোধন করা খুবই জরুরী। ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম ভুল থাকলে সেটি সংশোধন করে নেওয়া উচিত। আজকের পোস্টে ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন পদ্ধতি দেখানো হলো। 

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করার নিয়ম

এখন থেকে ঘরে বসে হাতে থাকা এন্ড্রয়েড ডিভাইস দিয়ে খুব সহজে জাতীয়পত্রের ভুল সংশোধন করতে পারবেন যেকেউ। ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করতে প্রথমে ফোনে থাকা যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর অ্যাড্রেস বারে services.nidw.gov.bd লিখে সার্চ করুন।  তাহলে আপনি সরাসরি বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র সার্ভিসেস ওয়েবসাইটে চলে আসবেন। এপর্যায়ে “একাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, সাল ও মাস দিয়ে নিচে থাকা ক্যাপসাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা গুলোভাবে সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন। তাহলে প্রদত্ত নম্বরে ৬/৮ ডিজিটের একটি OTP কোড যাবে। সেটি সঠিকভাবে বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন। 

আরোও পড়ুন: কিভাবে হারানো ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন

“বাহাল” বাটনে ক্লিক করার পর আপনার আপনার সামনে নতুন একটি পেইজ আসবে। সেখান থেকে Tap to download NID Wallet · ক্লিক করে NID WALLET অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর অ্যাপটি ওপেন করে আপনার Face স্ক্যান সম্পন্ন করুন। তারপর আবার ওয়েবসাইটে ফিরে এসে দেখতে পাবেন সেখানে নতুন একটি পেইজ শো করছে। এখন সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করে নিন। পাসওয়ার্ড সেট করলে পরবর্তীতে আপনাকে আর নতুন করে ফেইস স্ক্যান করতে হবে না। এরপর বিস্তারিত প্রোফাইল অপশনে ক্লিক করুন। তাহলে নতুন একটা ইন্টারপেইজ ওপেন হবে। যেখানে আপনার বিস্তারিত তথ্য গুলো প্রদর্শিত হবে। এখন ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করতে উপর থেকে “এডিট” বাটনে ক্লিক করুন। 

এডিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নোটিফিকেশন পেজ পপআপ হবে। যেখানে এনআইডি কার্ড সংশোধন ফি ও যাবতীয় ইনফরমেশন বর্ণনা থাকবে। এখন সব পড়ে বুঝে 

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করতে চাইলে “বহাল” বাটনে ক্লিক করুন।তাহলে আপনি আপনার সকল তথ্য পরিবর্তন অপশন পেয়ে যাবেন। এখন যেই যেই অপশন পরিবর্তন করতে চান অর্থাৎ পিতা-মাতা না অন্য কোন তথ্য পরিবর্তন করতে চাইলে। সেই অপশনের সাথে থাকা বক্সে টিকমার্ক দিয়ে সঠিকভাবে পরিবর্তন করে নিন। আপনি চাইলে একবারে একেন অধিক তথ্য পরিবর্তন করতে পারবেন। তবে বার বার পরিবর্তন করতে চাইলে প্রতি বার সংশোধন ফি পরিশোধ করা বাধ্যতামূলক। তাই যা পরিবর্তন করতে চান একবারে তা পরিবর্তন করে নিন। 

সব পরিবর্তন করা হয়ে গেলে উপর থেকে “পরবর্তী বাটনে ক্লিক করুন” তাহলে আপনি পরিবর্তীত তথ্য গুলো দেখতে পাবেন। সব কিছু দেখে ঠিক মনে হলে আবার “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনাকে পেমেন্ট ইনফরমেশন সাবমিট করতে হবে অর্থাৎ জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি পরিশোধের পর তার ট্রানজেকশন হিস্ট্রি বা অন্যান্য তথ্যগুলো আপনাকে দিতে হবে। 

ফি পরিশোধ করতে প্রথমে আপনার বিকাশ/রকেট অ্যাপ থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি  পরিশোধ করুন। তারপর ফি পরিশোধ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার পিতা-মাতার এনআইডি কার্ড সংশোধন করতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাবমিট করতে হবে ডকুমেন্টগুলো হলো: 

  • আবেদনকারীর জন্ম নিবন্ধন
  • পিতা মাতার NID কার্ডের ছবি
  • আপনার এসএসসি বা এইচএসসি/ সমমান পাশ সার্টিফিকেট ইত্যাদি।

অর্থাৎ আপনার ডকুমেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবমিট করতে হবে। সবগুলো তথ্য সংযোগ করার পর আবারও “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার দেওয়া তথ্য গুলো আপনার সামনে আবারও প্রদর্শিত হবে। সবগুলো আরোও একবার যাচাই বাছাই করে করার পর সব ঠিক থাকলে “সাবমিট” বাটনে ক্লিক করুন। 

আরো পড়ুনঃ জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন নিয়ে ২২ প্রশ্নোত্তর

এরপর প্রোফাইল থেকে ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে আপনার ডকুমেন্ট দেওয়া একটি আবেদন ফর্ম আসবে সেটি ডাউনলোড করে নিন।  আশা করি আজকের পোস্টটি আপনাদের খুব বেশি উপকারে আসবে। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *