অনেক সময় অনেক কারন বশত জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের অনেক তথ্য ভুল হয়ে যায়। এবং তা সংশোধন করার জন্য অনলাইন থেকে আবেদন করতে হয় এবং সংশোধন করার জন্য একটি সংশোধনী ফ্রি প্রদান করতে হয় জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড অনলাইনে সংশোধন করার জন্য ২৩০ টাকা ফ্রি প্রদান করতে হয়।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে । এখানে ভোটার আইডি কার্ড সংশোধনী ফি হচ্ছে ২০০ টাকা এবং ১৫% ভ্যাট হচ্ছে ৩০ টাকা। তবে জাতীয় পরিচয় পত্রের অন্যান্য তথ্য সংশোধনের জন্য এই ফি ১১৫ টাকা ভ্যাট সহ।
আলোচনার বিষয়
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা লাগে
ভোটার আইডি কার্ড সংশোধন করতে সাধারণত ২৩০ টাকা ফ্রি প্রদান করতে হয়।
ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্য সংশোধনের জন্য ১১৫ টাকা উভয় ধরনের তথ্য সংশোধনের জন্য ৩৪৫ টাকা লাগে। এরপর প্রতিবার এ ৫৭৫ টাকা আইডি কার্ডের রি ইস্যু ফ্রি হিসেবে পরিশোধ করতে হয়। এটি রকেট বা বিকাশের মাধ্যমে পরিশোধ করা যায়।
ভোটার আইডি কার্ড সংশোধন ফি
ভোটার আইডি কার্ড এ সাধারণ বা ব্যক্তিগত তথ্য সংশোধন করতে প্রথমবারের জন্য দুইশ ত্রিশ টাকা লাগে ২৩০ টাকা জমা দিয়ে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে হয়। ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্য পরিবর্তন এর ক্ষেত্রে ১১৫ টাকা ফ্রি প্রদান করতে হয়। আরো যদি নিজের ব্যক্তিগত তথ্য ও বা আরো অন্য তথ্য সংশোধন করতে হয় তাহলে ৩৪৫ টাকা সরকারি ফ্রি প্রদান করতে হয়।
আইডি কার্ড সংশোধন ফি তালিকা
সংশোধনের ধরণ | টাকার পরিমাণ | 15% ভ্যাট | মোট |
---|---|---|---|
তথ্য সংশোধন | ২০০ টাকা | ৩০ টাকা | ২৩০ টাকা |
অন্যান্য তথ্য সংশোধন | ১০০ টাকা | ১৫ টাকা | ১১৫ টাকা |
উভয় তথ্য সংশোধন | ৩০০ টাকা | ৪৫ টাকা | ৩৪৫ টাকা |
রিইস্যু | ৩০০ টাকা | ৪৫ টাকা | ৩৪৫ টাকা |
রিইস্যু জরুরী | ৫০০ টাকা | ৭৫ টাকা | ৫৭৫ টাকা |
মৌলিক তথ্য সংশোধণ
মৌলিক তথ্য গুলো হচ্ছে,
- নিজের নাম
- পিতা-মাতার নাম
- জন্ম নিবন্ধন নম্বর
- জন্ম তারিখ
- জন্মস্থান
- বর্তমান ও স্থায়ী ঠিকানা
- রক্তের গ্রুপ
- ছবি ও স্বাক্ষর
- বর্তমান ও স্থায়ী ঠিকানা
- লিঙ্গ
ভোটের আইডি কার্ডের নিজের নাম পরিবর্তন কিংবা অন্য সকল মৌলিক তথ্য সংশোধনের জন্য প্রথম আবেদনের ক্ষেত্রে ২০০ টাকা লাগে এবং ১৫% ভ্যাট যোগ করে ২৩০ টাকা। দ্বিতীয় এবং চতুর্থবার ভ্যাট যোগ করে ৩৪৫, এবং ৫৭৫ টাকা লাগবে।
আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
ভোটার আইডি কার্ডের অন্যান্য তথ্য সংশোধন ফি
ভোটার আইডি কার্ডের ভিতরে মৌলিক তথ্যগুলো ছাড়াও আরো আরো বেশ কিছু অন্যান্য তথ্য সার্ভারে ভিতরে সংরক্ষিত থাকে যেমন ধর্ম, পেশা, পাসপোর্ট তথ্য, ড্রাইভিং লাইসেন্স নাম্বার শিক্ষাগত যোগ্যতা তথ্য, স্বামী বা স্ত্রীর নাম, এবং মোবাইল নাম্বার, টিন নাম্বার, এসব তথ্য পরিবর্তন এর ক্ষেত্রে ভ্যাটসহ ১১৫ টাকা প্রদান করতে হয়।
কিভাবে জাতীয় পরিচয়পত্রের ফি হিসাব করবেন
ভোটার আইডি কার্ডের বা জাতীয় পরিচয় পত্রের সংশোধনী ফি কত টাকা হয়েছে তা জানার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/fees ওয়েবসাইটে ভিজিট করুন এবং ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিন এবং সংশোধনের ধরন নির্বাচন করুন এবং হিসাব করুন বাটনে ক্লিক করুন তারপর জানতে পারবেন আপনার নির্ধারিত সংশোধনী ফি।
FAQs
ভোটার আইডি কার্ডের সংশোধনী ফি কিসের মাধ্যমে পরিশোধ করব?
ভোটার আইডি কার্ডের সংশোধনের ফি বিকাশ বা রকেট অ্যাপ এ পেবিল অপশন পরিশোধ করা যাবে। ( বিকাশের মাধ্যমে ফি পরিষোধ )
ভোটার আইডি কার্ডে নিজের নাম সংশোধন করতে কত টাকা লাগে?
আইডি কার্ডে নিজের নাম সংশোধন করতে ২০০ টাকা লাগে ভ্যাট বাদে এবং ১৫% ভ্যাটসহ ২৩০ টাকা লাগে।