ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

আমরা অনেকেই অনেক সময় অনেক জরুরী কারণে বাড়ির বাহিরে ভোটার আইডি কার্ড নিবন্ধন করি। এছাড়া আমরা অনেক সময় নিজেদের বাড়ি বা বাসার  অবস্থান পরিবর্তন করে এক্ষেত্রে আমাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ের পরে তার ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়।

সাধারণত যেসব কারণে আপনার বর্তমান ঠিকানা বা ভোটার পরিবর্তন করার প্রয়োজন হতে পারে:

  • বাসা পরিবর্তন
  • বিয়ের কারণে নিজ ঠিকানা পরিবর্তন
  • এছাড়া অন্যান্য কারণ

জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন করবেন কিভাবে এই পোস্টে এই বিষয়ে সব বিস্তারিত জানবে। ভোটার আইডি কার্ডের শুধুমাত্র বর্তমান ঠিকানা পরিবর্তন বা এলাকা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি বর্তমান যে ঠিকানায় আছেন সেই ঠিকানা পরিবর্তন করে অন্য ঠিকানায় ভোটার হতে পারবেন। বর্তমান ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে একটি ভোটার আইডি পরিবর্তন ফরম নিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে এই বিষয় পূর্ণাঙ্গ বিস্তারিত জানুন নিচে ।

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

বর্তমান যে অঞ্চলের উপজেলা পরিষদে আপনার ভোটার আইডি কার্ডটি নিবন্ধিত আছে উক্ত উপজেলা নির্বাচন অফিসে ভোটার ঠিকানা বা অবস্থান পরিবর্তন ফরম ১৩ পূরণ করে জমা দিতে হবে।

বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য কি কি কাগজ জমা দিতে হবে সেগুলি হলোঃ

  • আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি ।
  • ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধির (মেম্বার/কাউন্সিলর) NID নাম্বার সহ নাম, স্বাক্ষর ও সিল।
  • যে এলাকায় বর্তমান তার ভোটার আইডি কার্ড নিবন্ধিত আছে সেই এলাকার নাগরিক সনদ ।
  • সেই এলাকার বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কপি ।
  • বর্তমান যে স্থান তার ভোটার আইডি কার্ড নিবন্ধন করা আছে সেই ঠিকানার ট্যাক্স রশিদ বা হোল্ডিং রশিদ।
  • সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসের চাহিদামত অন্যান্য সকল কাগজপত্র।

বিশেষ দ্রষ্টব্যঃ ভোটার আইডি কার্ডের অবস্থান বা ঠিকানা পরিবর্তন করলে কোন প্রকার নতুন ভোটার আইডি কার্ড প্রদান করা হয় না । যদি আপনি পুনরায় নতুন ভোটার আইডি কার্ড নিতে চান তাহলে এই ২৩০ টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে এনআইডি ফ্রি জমা দিয়ে রিইস্যু আবেদন করে নতুন ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে হবে।

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন ফরম

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন ফরম ডাউনলোড করুন। 

অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার নিয়ম

ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে অনলাইন থেকে শুধু আপনার বাড়ির নং ডাকঘর এবং পোস্ট কোড পরিবর্তন করতে পারবেন। এছাড়া বাকি সব তথ্য পরিবর্তন করার জন্য ভোটার ঠিকানা পরিবর্তন ফরম ১৩ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

অনলাইন ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য ৫টি ধাপ অনুসরণ করতে হবে ।

  • অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা অন্য তথ্য অনুযায়ী ঠিকানা পরিবর্তন করুন
  • নির্ধারিত জাতীয় পরিচয় পত্র সংশোধনী প্রদান করুন
  • প্রয়োজনীয় প্রমান বা তথ্য আপলোড করে আবেদনটি জমা দিন

অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন

অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য বা অনলাইন ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য সবার প্রথমে এই ওয়েবসাইটে https://services.nidw.gov.bd/nid-pub/  ভিজিট করুন এবং রেজিস্ট্রেশন এ কিলিক করুন এবং পরবর্তী পেজে যান ।

এখানে জাতীয় পরিচয় পত্রের নাম্বার,  জন্ম তারিখ , এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন । তারপর, বিভাগ, জেলা ও উপজেলার তথ্য দিয়ে পরবর্তী অপশনে যান। এবার, মোবাইল নাম্বার ভেরিফাই করে নিন।
সর্বশেষ, NID Wallet এক্স এর মাধ্যমে ফেস ভেরিফাই করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
যদি আপনার পূর্বে একটি একাউন্ট থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। পরবর্তীতে প্রোফাইল অপশনে ক্লিক করে  ছবি তুলে আপনার ফেস ভেরিফাই করতে হবে ।

অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা অন্য তথ্য অনুযায়ী সংশোধনের আবেদন

এখন NIW Wing ওয়েবসাইটে লগইন করুন এবং ঠিকানা অপশনে ক্লিক করুন ।

তারপরে ইডিট বাটনে ক্লিক করুন। যদি আপনি আপনার বর্তমান ঠিকানার ভোটার হিসেবে থাকতে চান লাল এর চিহ্নিত অপশনে টিক দিয়েন। যদি স্থায়ী ঠিকানার ভোটার হতে চান তাহলে নিচে স্থায়ী ঠিকানা অপশনে টিক দেন৷ এরপর আপনার বাসা বা হোল্ডিং নাম্বার পোস্ট অফিসের পোস্ট কোড সব তথ্যগুলি চেক করে নিবেন সঠিক আছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তবে নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করুন।

নির্ধারিত জাতীয় পরিচয় পত্র সংশোধনী প্রদান করুন

এনআইডি কার্ড এর সংশোধনীয় ফি প্রদান করার জন্য বিকাশ অ্যাপস পেবিল অপশন থেকে এনআইডি সার্ভিস সরকারি ফ্রি অপশনে ক্লিক করুন তারপর NID info Correction অপশন সিলেক্ট করুন এবং তারপর এনআইডি নাম্বার দিন এবং অটোমেটিক্যালি টাকার পরিমান এসে যাবে ২৩০৳ পেমেন্ট করে দিন।

 

প্রয়োজনীয় প্রমান বা তথ্য আপলোড করে আবেদনটি জমা দিন

ঠিকানা পরিবর্তনের জন্য  নতুন ঠিকানার প্রয়োজনীয় সকল তথ্য প্রমাণ সহ কাগজ আপলোড দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড এর জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • ডকুমেন্টের ক্যাটাগরি বা ধরণ সিলেক্ট করুন
  • স্ক্যান করা ডকুমেন্টগুলো গুলো আপলোড করুন
  • আবেদন জমা দিতে “সাবমিট” বাটনে ক্লিক করুন।

আরো পড়ুনঃ জানুন নতুন ভোটার হতে কি কি কাগজ লাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *