ভোটার আইডি কার্ডের নাম সংশোধন খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক নাগরিকের কাছে ভোটার আইডি কার্ড অত্যান্ত জরুরি একটি ডুকুমেন্ট। তাই ভোটার আইডি কার্ডে কোন ধরনের ভুল থাকলে সেটা সংশোধন করা অতি জরুরি। অন্যথায় এই ডকুমেন্টটি উপকারের চেয়ে ক্ষতির কারণ হবে বেশি। কারণ এই ডকুমেন্ট শিক্ষা জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রযোজ্য। তাই আজকের পোস্টে আমি আপনাদের ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করে দেখাবো। তো আসুন শুরু করি।
আলোচনার বিষয়
ভোটার আইডি কার্ডের নাম সংশোধন পদ্ধতি
ভোটার আইডি কার্ডের নাম সংশোধন করার জন্য ফোনের ইন্টারনেট সংযোগটি সচল রেখে যেকোন ব্রাউজারের এড্রেসবারে services.nidw.gov.bd
লিখে সার্চ করুন। তাহলে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখন সাইটে ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করে নিন।
ভোটার আইডি কার্ডের নাম সংশোধনের নিয়ম
একাউন্ট রেজিস্ট্রেশন করে লগইন করার পর আপনি হোম পেইজে ৪টি অপশন দেখতে পাবেন। এখন সবার প্রথম অপশন Profile বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার NID সম্পর্কিত সকল তথ্য দেখতে পাবেন। এখন ভোটার আইডি কার্ডের নাম পরিবর্তন করার জন্য Edit অপশন থেকে বহাল অপশনে ক্লিক করুন। তাহলে আপনি সবগুলো অপশনের পাশে একটি করে Check বক্স দেখতে পাবেন। এখন নাম পরিবর্তন করার জন্য নামের পাশের Check বক্সে টিকমার্ক বসিয়ে দিন তাহলে আপনি নাম Edit করতে পারবেন।
সঠিকভাবে নামটি বসানোর পর ওপরের Right পাশ থেকে পরবর্তী বাটনে ক্লিক করুন। তাহলে আপনি কি কি পরিবর্তন করতে চাচ্ছেন সেটি দেখাবে। অর্থাৎ বর্তমান ও আপডেটড সংশোধন। এখন সব ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করুন। এবারে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। সংশোধন ফি হিসেবে ৩৪৫ টাকা আপনার NID একাউন্টে যুক্ত করতে হবে। আপনি চাইলে এই কাজটি বিকাশ, রকেট বা নগদ মোবাইল ব্যাংকিং দিয়ে সম্পন্ন করতে পারবেন। আমি বিকাশ থেকে কি করে পে করবেন সেটি দেখাচ্ছি।
বিকাশ থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ফি পরিশোধ করার নিয়ম
বিকাশ মোবাইল ব্যাংকিং থেকে ভোটার আইডি কার্ডের সংশোধন ফি পরিশোধ করার জন্য। প্রথমে বিকাশ অ্যাপে লগইন করুন। তারপর হোমপেইজ থেকে Pay bill (পে বিল) অপশনটি বেছে নিন। Pay bill ক্লিক করার পর। একটু নিচে গেলে NID service একটি অপশন দেখতে পাবেন। এখন NID Service অপশনে ক্লিক করে ভিতরে চলে আসুন।
তারপর আবেদনের ধরণ নির্বাচন করুন। এবং ২য় ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশের Pin নম্বর দিয়ে Pay bill সম্পন্ন করুন। বিল সম্পন্ন করার পরে এখন ওয়েবসাইটে ফিরে এসে পেইজটাকে একবার রিলোড করে নিন। অথবা পরবর্তী বাটনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টে পেমেন্টটি যুক্ত হয়ে যাবে।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্র
এখন নিচে থেকে বিতরনের ধরন নির্বাচন করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। তাহলে আপনি কাগজপত্রে সাবমিটের একটি ইন্টারপেইজ দেখতে পাবেন। এখন নাম সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করুন। আপলোড বাটনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন, SSC বা HSC সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করুন। আপনি যদি একের অর্ধিক তথ্য পরিবর্তন করতে চান তাহলে ঐ ডুকুমেন্ট রিলেটেড সবগুলো প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আরোও পড়ুনঃ Services nidw gov bd সাইটে কি সেবা এবং কিভাবে পাবেন
তবে ভয়ের কোন কারণ নেই আপনি যদি কোন ডকুমেন্ট দিতে ভুলে যান। তাহলে নির্বাচন কমিশন থেকে আপনাকে মেসিস করে সেই তথ্য আপলোডের জন্য জানিয়ে দেওয়া হবে। সবগুলো কাগজপত্র আপলোডের পর পরবর্তী বাটনে ক্লিক করুন। তাহলে আপনি যে যে তথ্য পরিবর্তনের আবেদন করতে চাচ্ছেন সেটি আরোও একবার প্রদর্শিত হবে। সবগুলো তথ্য ও ডকুমেন্ট চেক করার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন। মনে রাখবেন আপনি ইতিমধ্যে তথ্য সংশোধনের জন্য আবেদন করছেন তাই পরবর্তীতে আবারও নুতন করে আবেদন করতে প্রবলেম হয়। তাই ভালো করে ভুল গুলো সংশোধন করে নিন তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
সংশোধিত ভোটার আইডি কার্ড ফরম ডাউনলোড
আবেদন সাবমিট করার পর আপনি Automatically আবারও হোম পেইজে ফিরে আসবেন। এখন হোম পেইজ থেকে Profile অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার একটি আবেদন Pending দেখাচ্ছে। এখন পেন্ডিং অপশনের ওপরে ডাউনলোড বাটন পাবেন। সেখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড সংশোধিত ফরমটি ডাউনলোড করতে পারবেন।
ফরমটি ডাউনলোডের পর সেটি সংরক্ষণ করুন। পরবর্তীতে আপনি যখন নির্বাচন কমিশন থেকে আপনার ভোটার আইডি কার্ডের কপিটি গ্রহণ করতে যাবেন। তখন এই ফরমটির প্রয়োজন হবে। ফরমটি কম্পিটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে অব্যশই সাথে নিয়ে যাবেন।
এটি ছিল ভোটার আইডি কার্ডের নাম সংশোধন প্রক্রিয়া। আপনি ভোটার আইডি কার্ডের যেই তথ্যটি পরিবর্তন করতে চান না কেন, আপনাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে। আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে। এরকম আরোও পোস্ট পেতে সবসময় নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোন পোস্টে নতুন কোন আর্টিকেলে