টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড নিয়ম যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড বা হাতে পাননি তারা চাইলে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে নতুন জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ভোটার টোকেন ব্যবহার করে । টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আজকে এই পোষ্টের মাধ্যমে মাধ্যমে বিস্তারিত জানবেন ।
আলোচনার বিষয়
টোকেন নাম্বার কি?
নতুন জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড নিবন্ধন করার সময় একটি নিবন্ধন স্লিপ প্রদান করা হয় সেটি হচ্ছে টোকেন ।
টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । একাউন্ট রেজিস্ট্রেশন সহ আরো কিছু ধাপ ফলো করতে হবে এই ধাপগুলো নিয়ে নিচে বিস্তারিত লেখা আছে নিচের বিষয় গুলি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইলো।
আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ডের নাম সংশোধন
ধাপ ১- একাউন্ট রেজিস্ট্রেশন 
একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তার পার রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করতে হবে । পূর্বে অ্যাকাউন্ট করা থাকলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
যাদের জাতীয় পরিচয় পত্র আছে তারা জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন। আর যাদের জাতীয় পরিচয় পত্র নেই টোকেন দিকে নতুন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন তারা from number অথবা টোকেন নাম্বার দিবে । তারপর জন্ম তারিখ মাস এবং সাল প্রদান করবে তারপর ক্যাপচা পূরণ করবে সাবমিট বাটনে ক্লিক করবেন ।
ধাপ ২- স্থায়ী এবং বর্তমান ঠিকানা প্রদান করুন
এখানে নিজের বর্তমান ঠিকানা এবং স্থায়ী প্রদান করতে হবে বিভাগ জেলা এবং উপজেলা নির্বাচন করতে হবে এবং তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে ।
ধাপ ৩ – নাম্বার ভেরিফিকেশন
এক্ষেত্রে আপনার সকল তথ্য সঠিকভাবে প্রদান করলে ভোটার নিবন্ধন করার সময় যে ফোন নাম্বারটি প্রদান করেছেন সেই ফোন নাম্বারটি দেখাবে যদি আপনার কাছে ফোন নাম্বার টি থেকে থাকে তাহলে বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন । আর যদি নাম্বারটি সচল না থাকে তাহলে নাম্বার চেঞ্জ অপশন ক্লিক করে সচল নাম্বারটি প্রদান করে বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ছয় সংখ্যার একটি OTP পাঠানো হবে OTP টি প্রদান করে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নিবেন ।
ধাপ ৪ – Face Verification
চতুর্থ ধাপে আপনাকে নিজের ফেস ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপসটি ইন্সটল করে নিতে হবে । আপনার ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন।
মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করুন। ভাষা সিলেক্ট করে Agrer and Continue অপশনে ট্যাব করে QR কোডটি স্ক্যান করুন।
Face Verification
ছবিতে দেখানো নির্দেশনা গুলো ফলো করে ফেস স্ক্যান শুরু করুন । আপনার মুখ বরাবর মোবাইলের সেলফি ক্যামেরার দিকে সরাসরি তাকান । চোখের পলক ফেলুন এবং ক্যামেরায় চোখ ক্যামেরার দিকে রেখে বাম এবং ডান দিকে একটু মাথা ঘোরান । ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হলে ওকে বা টিক মার্কের একটি নোটিফিকেশন দেখাবে।
যদি কোন ক্ষেত্রে ওকে না দেখালে পুনরায় আবার চেষ্টা করুন ।
ফেস ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর উপরের ছবিটির মতন একটি পেজ আসবে। এখান থেকে সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনার এনআইডি অ্যাকাউন্ট এর জন্য একটি পাসওয়ার্ড সেট করুন।
NID কার্ড ডাউনলোড
পাসওয়ার্ড সেট করার পর এন আইডি একাউন্ট এ লগিন হয়ে যাবে আপনি আপনার এনআইডি প্রোফাইলটি এখান থেকে দেখতে পারবেন এবং সবার নিচে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন অপশন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে নিতে পারবেন ।