Services nidw gov bd সাইটে কি সেবা এবং কিভাবে পাবেন

নতুন ভোটার হবেন? NID কার্ড হারিয়ে গেছে? জাতিয় পরিচয়পত্রে তথ্যের ভুল? NID জনিত সমস্যায় ভুগছেন? সকল সমস্যার সমাধান পেতে Services nidw gov bd আছে আপনার পাশে। আজকের পোস্টে আমরা Services nidw gov bd সাইটে কি কি সেবা এবং সেগুলো কিভাবে পাবেন সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ রইল। 

Services nidw gov bd কি?

এটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব এড্রেস যেখানে আপনি NID/ভোটার আইডি কার্ড সম্পর্কিত সরকারি নানা সেভা বা সার্ভিস সমূহ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও তাদের NID Wallet নামক একটি অ্যাপ্লিকেশন ও রয়েছে গুগল প্লেস্টোরে। যার বর্তমান Installations প্রায় ৫ মিলিয়নের চেয়েও বেশি। যেটিও আপনাকে তাদের বিভিন্ন সেবা পেতে সাহায্য করবে।

Services nidw gov bd সাইটে কি কি সার্ভি পাওয়া যাবে?

এটি একটি সরকারি সার্ভিস প্রদানকারী ওয়েব এড্রেস যার সম্পূর্ণ এড্রেস হলো: https://services.nidw.gov.bd/ এই ওয়েবসাইটে আপনি যেসকল সার্ভিস পেয়ে থাকবেন। তা নিচে বর্ণনা করা হলো: 

  • নতুন ভোটার হওয়া
  • একাউন্ট রেজিস্ট্রেশন
  • ভোটার তথ্য হালনাগাদ
  • NID রিইস্যু
  • জতীয় পরিচয়পত্রে সমস্যা
  • জাতীয় পরিচয়পত্র বাতিল
  • জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
  • ভোটার তথ্য যাচাই
  • স্মার্ট কার্ড স্ট্যাটাস 

উপরিক্ত সেবা সমূহ পেতে প্রথমে আপনাকে Services nidw gov bd ওয়েবসাইটে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগিং করার মাধ্যমে আপনি তাদের সকল সেবা উপভোগ করতে পারবেন। 

Services nidw gov bd ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম

মোবাইলে ইন্টারনেট সংযোগ একটিভ রেখে যেকোন ব্রাউজারের এড্রেবারে Services nidw gov bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে থাকা প্রথম ওয়েসাইটে প্রবেশ করুন। তাহলে আপনি অর্জিনাল ওয়েবসাইটে পৌঁছে যাবেন।  এই সাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে ভোটার হতে হবে। অন্যথায় এখানে একাউন্ট তৈরি করতে পারবেন না। একাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন। তারপর আপনার ভোটার নম্বর বা ফর্ম নম্বর দিয়ে জন্ম তারিখ, মাস ও সাল বসিয়ে নিচে থাকা ক্যাপসাটি পূরণ করে বহাল অপশনে ক্লিক করুন।  ২য় ধাপে আপনার একটি ফোন নম্বর বসিয়ে বার্তা পাঠান অপশনে ক্লিক করুন। তাহলে প্রদত্ত নম্বরে একটি ৬ ডিজিটের OTP যাবে সেটি সংগ্রহ করে ওয়েবসাইটে বসিয়ে বহাল বাটনে ক্লিক করুন।  ৩য় ধাপে আপনার একটি ইউজার নেম, পাসওয়ার্ড ও পুনপাসওয়ার্ড বসিয়ে বহাল অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে। পরবর্তীতে আপনি সাইটে লগইন করে যেকোন সার্ভিস নিতে পারবেন খুব সহজে।

আরো পড়ুনঃ এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

নতুন ভোটার হওয়া

আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং নতুন ভোটার হয়েছেন বা আবেদন করেছেন তাহলে আপনি Services nidw gov bd ওয়েবসাইটে এসে অনলাইনে ভোটার আবেদন করতে পারেবন। 

ভোটার তথ্য হালনাগাদ

ভোটার হওয়ার পর অনেক সময় দেখা যায় যে,  আমাদেন আইডিকাডে তথ্যের ভুল আছে অর্থাৎ নামের বানানের ভুল, পিতা-মাতার নামের ভুল, উপাদিতে ভুল, জন্ম তারিখ, মাস বা বছরে ভুল, এড্রেস বা ঠিকানায় ভুল ইত্যাদি। এ সমস্ত ভুল সংশোধন কিংবা পরিবর্তন করার জন্য Services nidw gov bd ওয়েবসাইটির সাহায্য নিতে হবে।

NID রিইস্যু

কোন কারণ বশত যদি আমাদের অর্জিনাল NID কার্ডটি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায়। তাহলে পুনরায় সেটি ফিরে পেতে অর্থাৎ রিইস্যু করতে Services nidw gov bd ওয়েবসাইটে আসতে পারেন। 

জাতীয় পরিচয়পত্র বাতিল

অনেক সময় দেখা যায় যে তথ্যের ভুলের কারণে, অথবা এড্রেস পরিবর্তনের কারনে, কিংবা ভুলবশত আমরা দুই বার বা তার অধিক NID কাডের আবেদন করে পেলি। যেটি দন্ডনীয় অপরাদ। তাই এই ভুল থেকে মুক্তির জন্য কিংবা শাস্তি এবং জরিমানার হাত থেকে বাঁচার জন্য অতিরিক্ত NID গুলো বাতিল করা অপরিহার্য হয়ে পড়ে। যার জন্য আপনাকে Services nidw gov bd ওয়েবসাইটের শরণাপন্ন হতে হবে।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড

যারা নতুন ভোটার হয়েছেন। তাদের অনলাইন ভোটার কপি ডাউনলোড করতে Services nidw gov bd কিছু ধাপ অতিক্রম করে নতুন ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে হবে। 

ভোটার তথ্য যাচাই বা ভোটার স্ট্যাটাস

নতুন ভোটার হওয়ার পর অথবা নতুন NID কার্ডটি হাতে পাওয়ার পর। সেটি অনলাইনে সঠিকভাবে আছে কিনা কিংবা নতুন ভোটার আবেদন করার পর তার অবস্থান ঝাচাই করতে Services nidw gov bd গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

শেষ কথা

আমরা এই ওয়েবসাইটে NID ও জন্ম নিবন্ধন সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ তথ্য শিয়ার করে থাকি। তাই NID ও জন্ম নিবন্ধ সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়াও আপনি যদি NID বা জন্ম নিবন্ধন সম্পর্কিত কোন সমস্যায় ভোগেন তাহলে অব্যশই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *