পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় অনেক সময় ভোটার আইডি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় অনেক পুরাতন হওয়ার কারনে। এক্ষেত্রে পুরাতন ভোটার আইডি কার্ড পুনোরায় ডাউনলোড করতে হয়। পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য নিজ থানায় একটি জিডি করে অনলাইন রিইস্যুর আবেদন করে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়।
যারা পূর্বে ভোটার আইডি কার্ড পেছেন এবং হারিয়ে ফেলেছেন বা পুনরায় ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড রি ইস্যুর সরকারি ফি ২৩০ টাকা প্রদান করে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে। শুধু অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড এর অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। যারা ২০১৬-১৭ সালের আগে ভোটার হয়েছে এবং ভোটার আইডি কার্ড হাতে পেয়েছেন তারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। আজকে এই পোষ্টের মাধ্যমে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় সম্পর্কে জানানো হবে ।
আলোচনার বিষয়
অনলাইন থেকে পুরাতন আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
যাদের পুরনো ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে তাদেরকে নতুন করে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য জাতীয় পরিচয় পত্রের নাম্বার উল্লেখ করে নিজ থানায় একটি ভোটার আইডি কার্ড হারানো জন্য সাধারন ডায়েরী বা জেডি করতে হবে । এরপরে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই https://services.nidw.gov.bd/ ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড রি ইস্যুর জন্য আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে নতুন করে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবে।
পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় বা ধাপ গুলি নিয়ে নিচে বিস্তারিত লেখা হলো
-
ধাপ ১ – থানায় ডায়েরী বা জেডি কারা
-
ধাপ ২ – এনআইডি ওয়েবসাইটে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন
-
ধাপ ৩- ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন করুন
-
ধাপ ৪- ভোটার আইডি কার্ড ডাউনলোড
ধাপ ১ – থানায় ডায়েরী বা জেডি কারা
পুরাতন ভোটার আইডি কার্ডটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে। নতুন ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম কাজটি হলো জাতীয় পরিচয় পত্রের নাম্বার উল্লেখ করে থানায় একটি সাধারণ জেডি বা ডায়েরি করা।
ধাপ ২ – এনআইডি ওয়েবসাইটে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন
থানায় একটি সাধারণ জেডি করার পর পরবর্তী কাজটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করা এবং পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আবেদন করা ।
একাউন্ট রেজিস্ট্রেশন
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার জান্য এই https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েব সাইটে ভিজিট করতে হবে এবং একাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করতে হবে। তার নিচের ছবিটির মতন একটি পেজে নিজে যাবে ।
জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ মাস এবং বছর দিতে হবে, এর পর একটি ক্যাপচা পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে । তার নিচের ছবিটির মতন একটি পেজে নিজে যাবে । এখানে আপনাকে নিজের বর্তমানে এবং স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে তারপর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তার নিচের ছবিটির মতন একটি পেজে নিজে যাবে ।
ফেইস ভেরিফিকেশন এই পর্যায়ে আপনাকে আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইন্সটল করতে হবে অ্যাপসটি ওপেন করে ভাষা সিলেট করে এখানে দেওয়া QR কোড SCAN করে নিজের ফেস ভেরিফিকেশন করতে হবে সাঠিক ভাবে ফেস ভেরিফিকেশন করার জন্য মোবাইল ফোনের সেলফি ক্যামেরার দিকে সোজাসুজি তাকান চোখের পলক ফেলুন ক্যামেরার দিকে চোখ রেখে বাম এবং ডান দিকে মাথা নারান। ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হলে একটি পিন সেটআপ করে এনআইডি একাউন্টে লগইন করুন ।
এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ফেস ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এনআইডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লেখাটির উপরে ক্লিক করুন ।
ধাপ ৩- ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন
জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে লগইন রিইস্যু অপসনে ক্লিক করুন এবং এডিট বাটনে ক্লিক করুন।
এরপরে একটি Pop Up উইন্ডো আসবে এখানে “বহাল” বাটনে ক্লিক করুন।
- সব ধরনের সঠিক তথ্য প্রদান করে পরবর্তী বাটনে ক্লিক করুন।
রিইস্যু ফি প্রদান
এই পেইজ দেখতে পাবেন- You have total deposit of 0 BDT । এই পর্যায়ে আপনাকে জাতীয় পরিচয় পত্রের রিইস্যু ফি প্রদান করতে হবে ভ্যাট সহ ৫৭৫টাকা । বিকাশ বা রকেটের মাধ্যমে এটি পেমেন্ট করতে হবে ।
রিইস্যুর আবেদন সাবমিট
পেমেন্টটি প্রদান করা সম্পূর্ণ হলে পরবর্তী বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ড হারিয়ে যাওয়ার জেডির ডকুমেন্টের ছবি তুলে আপলোড করুন তার পর আবেদনটি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করুন। আপনি যদি সব তথ্য সঠিক ভাবে প্রদান করে থাকেন তাহলে ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনার আবেদনটি Approved করা হবে।
ধাপ ৪- ভোটার আইডি কার্ড ডাউনলোড
আপনার আবেদনটি গ্রহণ করা হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর এই https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে লগইন করে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার বা ইউজারের নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রোফাইল অপশনে ক্লিক করে পুরাতন ভোটার আইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন ।