একজন নাগরিকের কাছে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড (NID) খুবই গুরুত্বপূর্ণ। কেননা জীবন চলার পথে এই এনআইডি কার্ড (NID) বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে। কোন বিশেষ প্রয়োজন অথবা জরুরী ভিত্তিতে এনআইডি কার্ডের সফট কপি ও হার্ডকপি দুটি দরকার হতে পারে। অর্থাৎ Online ও physical card. আজকে আমরা দেখব আপনার এনআইডিটি অনলাইন করা আছে কিনা। সেটা কিভাবে চেক করবেন। যাতে করে কোন সমস্যা ছাড়াই আপনি যে কোন প্রয়োজন এটা ব্যবহার করতে পারেন। নতুন কিংবা পুরাতন ভোটার। যে কেউ আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে এনআইডি কার্ড চেক করতে পারবেন। তো চলুন শুরু করি।
আলোচনার বিষয়
SMS দিয়ে NID Card Check
আপনি চাইলে SMS এর সাহায্যেও NID কার্ড চেক করতে পারবেন। প্রথমে মোবাইলের মেসেজ অপশন থেকে NID স্পেস Form Number (ফর্ম নম্বর) স্পেস DD-MM-YYYY (দিন-মাস-বছর) লিখে 105 নম্বরে Send করুন। রির্টান মেসেজ এ আপনার NID স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ NID প্রস্তুত হয়েছে কিনা তা জানিয়ে দেয়া হবে এবং NID নম্বর পাঠানো হবে। এই পদ্ধতি অনুসরণ করে আপনি NID নম্বর বা Form number জানতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেকিং ফ্রি অ্যাপ
আপনি চাইলে অ্যাপস এর সাহায্যে আপনার এনআইডি বা ভোটার আইডি কার্ড খুব সহজে চেক করতে পারবেন। এটি করার জন্য প্রথমে Google প্লে স্টোর ওপেন করুন এবং এড্রেস বারে NID Checker-BD লিখে চার্স করুন।
তারপর সার্চ রেজাল্টের প্রথম অ্যাপটা ইন্সটল করে নিন। অ্যাপসটি ইন্সটল করে ওপেন করে আপনার NID নম্বর, রেজিস্টেশনের ফোন নম্বর এবং জন্ম তারিখ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ছবিসহ ভোটার আইডি কার্ডের সকল তথ্য দেখতে পাবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন অয়েবসাইট থেকে ভোটার আইডিকার্ড চেক আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েব সাইটে ভোটার আইডি বা এনআইডি কার্ড চেক করতে পারবেন। এটি করার জন্য প্রথমে যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং এড্রেস বারে services.nidw.gov.bd লিখে চার্স করুন। তারপর রেজিস্টেশন অপশনে ক্লিক করে আপনার NID বা ফর্ম নম্বর, জন্ম তারিখ, মাস, সাল ও বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুনঃ ভোটার স্লিপ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড
তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে কোড ভেরিফিকেশন করে নিন। এরপর আপনাকে NID Wallet অ্যাপসটি ইনস্টল করতে বলবে। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে আপনার ফেইস স্ক্যান করে কনফর্ম করলে আপনি ছবিসহ NID সকল তথ্য চেক করতে পারবেন। তারপর একটু নিচে গিয়ে আপনি চাইলে NID অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে খুব সহজে আপনি ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করতে পারবেন।
আপনি যদি সরকারী উর্ধ্ব কর্মকর্তা হয়ে থাকেন যেমন: CID, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব কিংবা ব্যাংক-বীমা বা অন্যান্য প্রতিষ্ঠান জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করার প্রয়োজন হয়। তাহলে নির্বাচন কমিশন সরবারাহ করা NID যাচাই করণ সফটওয়্যার ব্যবহার করে কাঙ্খিত ব্যক্তির NID তথ্য Verification করতে পারবেন। তবে এর জন্য আপনাকে porichoy. gov.bd অয়েবসাইট থেকে আপনার পরিচয়তপত্র জমা দিয়ে আবেদন করে মাসিক বা বাৎসরিক প্যাকেজ কিনে সেবাটি গ্রহণ করতে পারবেন।
ভূমি উন্নয়ণ কর অয়েবসাইট থেকে NID তথ্য চেক করার নিয়ম
আপনি চাইলে বাংলাদেশ ভূমি উন্নয়ন কর নিজস্ব ওয়েবসাইট থেকে আপনার এনআইডি তথ্য যাচাই করতে পারেন। এটি নতুন কিংবা পুরাতন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার এনআইডির তথ্য দিয়ে নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন। যেভাবে করবেন প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করুন তারপর এড্রেস বারে ‘ভূমি উন্নয়ন কর’ লিখে কি সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে ‘নাগরকি কর্নার’ এ ক্লিক করুন। তারপর আপনার NID নাম্বার, জন্ম তারিখ ও একটি মোবাইল নাম্বার দিয়ে ‘পরবর্তী পদক্ষেপে’ ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া প্রদত্ত নাম্বরে 6 বা 8 ডিজিটের একটি OTP কোড যাবে। কোডটি দিয়ে ভেরিফিকেশন নিশ্চিত করলে আপনি আপনার নাম, ছবি ও এড্রেসসহ NID সকল তথ্য দেখতে পাবেন। NID সম্পর্কিত কোন তথ্য জানার থাকলে অব্যশই এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার যথাসাধ্য আপনার সাহায্য করার জন্য চেষ্টা করব।
একনজরে আজকের পোস্ট
- NID কার্ড চেকার ২০২৩
- NID কার্ড চেক করার পদ্ধতি
- ভোটার আইডি কার্ড চেক করার উপায়
- অনলাইনে NID চেক করার উপায়
- অ্যাপ দিয়ে NID চেক করার পদ্ধতি
- ভোটার তথ্য যাচাই পদ্ধতি
- আসল নকল NID কার্ড চেনার উপায়
- NID তথ্য যাচাই পদ্ধতি
- নতুন ভোটার আইডি কার্ড যাচাই
- ভোটার আইডি কার্ড চেক
- জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান
- অনলাইনে এনআইডি কার্ড যাচাই
- ভোটার আইডি কার্ড ডাউনলোড
- জাতীয় পরিচয়পত্র ডাউনলোড