নতুন পাসপোর্ট চেক করার নিয়ম

পাসপোর্ট সাধারণত দুই ধরনের হয় MRP এবং ই-পাসপোর্ট। আমাদের মধ্যে অনেকে ব্যক্তিগত প্রয়োজনে অনলাইনে কিংবা অফলাইনে পাসপোর্ট এর আবেদন করি। কিন্তু প্রাথমিকভাবে এটা বুঝতে পারে না যে আমাদের আবেদনটি সঠিক হয়েছে কিনা। তাই তাদের জন্য আজকের পোস্টি। এই পোস্টে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন পাসপোর্ট চেক করবেন এবং নতুন পাসপোর্ট এর বর্তমান অবস্থা কি? কিংবা নতুন পাসপোর্ট চেক এর সঠিক পদ্ধতি কোনটি। তো চলুন শুরু করি। 

নতুন ই পাসপোর্ট চেক করার নিয়ম

আমাদের মধ্যে অনেকে আছেন অনলাইনে ই পাসপোর্ট এর আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এন্ডরোলমেন্ট করেছেন। তারা অনেকে জানেনা যে কিভাবে নতুন ই পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস চেক করতে হয়। অথবা আপনার ই পাসপোর্টে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা, ই পাসপোর্ট প্রিন্টিং এর জন্য গিয়েছে কিনা, কিংবা এই পাসপোর্ট ইস্যু হয়েছে কিনা ইত্যাদি কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক।

সাধারণত পাসপোর্ট তৈরির পরে পাসপোর্ট হোল্ডারের ফোনে SMS যাওয়ার কথা থাকলেও মাঝে মাঝে সেটি মিস্টেক হয়। তাই পাসপোর্টের অবস্থান জানতে আপনার ইমেইলটি চেক করুন। অথবা আমাদের দেখানো পদ্ধতিটি অনুসরণ করুন। নতুন ই পাসপোর্ট চেক করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেস বারে epassport.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনি ই পাসপোর্টের অফিসিয়াল সাইটে পৌঁছে যাবেন। এখন মেনুবার থেকে CHECK STATUS অপশনে ক্লিক করুন। তাহলে আপনি CHECK APPLICATION STATUS ফর্মটি পেয়ে যাবেন।

 

এখন Application ID অপশনে আপনার ID নম্বরটি প্রোভাইট করুন। Application ID টি আপনি পাসপোর্ট ডেলিভারি স্লিপের ওপরের অংশে পেয়ে যাবেন।

তারপর Select date of birth অপশনে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি সেলেক্ট করুন এবং নিম্নের ক্যাপচাটি ফিলাপ করে Check অপশনটাতে ক্লিক করুন। তাহলে আপনি আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাসটি দেখতে পাবেন। এই পদ্ধতিটি  অনুসরণ করে মাত্র দুটি স্টেপে আপনার নতুন পাসপোর্ট চেক করতে পারবেন।

 

MRP পাসপোর্ট চেক করার নিয়ম

আমাদের মধ্যে যাদের Machine Readable Passport বা MRP আছে তারা যেভাবে পাসপোর্টেন বর্তমান অবস্থা চেক করবেন। 

প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ সচল রেখে যেকোন ব্রাউজারের সার্চ অপশনে epassport. gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনি বাংলাদেশ পাসর্পোট নিবন্ধন ও রিইস্যু মেইন ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখন আপনি যদি মোবাইল দিয়ে পাসপোর্ট চেক করেন তাহলে বাম পাশের ওপরের 3 ডট থেকে Check Status অপশনে ক্লিক করুন। আর আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে মেনুবারে Check Status অপশনটি পেয়ে যাবেন। এখন চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আপনি Check application status অপশনটি পেয়ে যাবেন। 

এখন Application ID ঘরে আপনার পাসপোর্ট স্লিপের ওপরের ID কোডটি সাবমিট করুন এবং  Date of birth অপশনে আপনার জন্ম নিবন্ধন তারিখ সিলেক্ট করুন। তারপর I’m human ক্যাপসাটি সম্পন্ন করে নিম্নের Check বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার MRP অর্থাৎ Machine Readable Passport এর বর্তমান স্ট্যাটাস গুলো দেখতে পাবেন।

পাসপোর্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নবলী 

  • প্রশ্ন: MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্টে পরিবর্তন করা যাবে কিনা?
  • উত্তর: হ্যা। 
  • প্রশ্ন: পাসপোর্ট রিনিউ করলে পুলিশ ভেরিফিকেশন লাগে কিনা?
  • উত্তর: না, তবে এড্রেস পরিবর্তন করতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগতে পারে।
  • প্রশ্ন: সঠিক সময়ে পাসপোর্ট না পেলে করণীয় কি?
  • উত্তর: প্রথম অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন। তারপর নিকটস্থ্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।
    • প্রশ্ন: পাসপোর্ট তৈরির পর সেটি সংগ্র করতে আর কোন ফি লাগবে কিনা?
    • উত্তর: না, পাসপোর্টের যাবতীয় খরচ পাসপোর্ট তৈরির সময় একসাথে চার্জ করা হয়। তাই পরবর্তীতে আলাদা কোন খরচ দিতে হবে না।
    • প্রশ্ন: পাসপোর্ট তৈরি করতে কত বছর বয়স লাগে?
    • উত্তর: ছোট বড় যেকেউ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তবে যাদের বয়স ২০ বছরের বেশি তাদের ক্ষেত্রে NID প্রয়োজন হবে।
    • প্রশ্ন: পাসপোর্ট হাতে পেতে কত দিন লাগে?
    • উত্তর: Regular passport এর ক্ষেত্রে ১২ থেকে ১৫ দিন। Express ৭ থেকে ১০ দিন এবং Super Express ১ থেকে ৩ দিন।
    • প্রশ্ন: কোথায় থেকে পাসপোর্ট কপি সংগ্রহ করব?
    • উত্তর: নিকটস্থ্য পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
    • প্রশ্ন: পাসপোর্ট রিনিউ না করলে কি সমস্যা হবে?
    • উত্তর: পাসপোর্ট ডেট এক্সপায়ারড হলে সেটি আর ব্যবহার যোগ্য থাকবে না। 
    • প্রশ্ন: কত দিনের মধ্যে পাসপোর্ট রিনিউ করা উচিত?
    • উত্তর: মেয়াদ শেষ হওয়ার কম পক্ষে ১ সপ্তাহের মধ্যে পাসপোর্ট রিনিউ করা উচিত।
  • প্রশ্ন: পাসপোর্টে ভুল হলে সংশোধন করা যাবে কিনা?
  • উত্তর: হ্যা, তবে এই ক্ষেত্রে নানা জটিলতায় পড়তে হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *