জাতীয় পরিচয় পত্রের যেকোনো কাজ করার ক্ষেত্রে এনআইডি ওয়ালেটের ব্যবহার করতে হয়। আজকের এই পোষ্টের মাধ্যমে জানবেন কিভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করতে হয়। NID Wallet হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি মোবাইল অ্যাপস এটি সাধারণত এনআইডি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যদিও এখনো সব ধরনের সেবা চালু করা হয়নি বর্তমান এনআইডি ওয়ালেট দিয়ে শুধুমাত্র ব্যক্তির ফেচ ভেরিফাই করা যায় ৷ আজকের পোষ্টের NID Wallet কি ? ও যেভাবে এনআইডি ওয়ালেট ব্যবহার করবেনতা সম্পর্কে বিস্তারিত জানবো ।
এনআইডি ওয়ালেট কি?
NID Wallet হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে তৈরি কৃত একটি মোবাইল অ্যাপস যেটি মানুষ জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন ধরনের কাজ করার জন্য তৈরি করা হয়েছে যেমন জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন ইত্যাদি। যদিও বর্তমানে সব ধরনের সেবা চালু করা হয়নি NID Wallet বর্তমান শুধুমাত্র মানুষের ফেস ভেরিফাই করার কাজে ব্যবহৃত হয় NID Wallet ।
NID Wallet App ডাউনলোড
এনআইডি ওয়ালেট ডাউনলোড করার জন্য আপনার ব্যবহারকৃত এন্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন এবং তারপরে NID Wallet লিখে সার্চ করবেন এবং আপনার ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইন্সটল করবেন ।
সতর্কতাঃ শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপসটি ডাউনলোড করবেন তাছাড়া থার্ড পার্টি কোন ওয়েবসাইট থেকে NID Wallet APK অ্যাপসটি ডাউনলোড করবেন না। এতে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য চুরি হতে পারে।
এনআইডি ওয়ালেট ব্যবহার
জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন কাজের ক্ষেত্রে এনআইডি ওয়ালেট এর প্রয়োজন আছে যেমন ভোটার আইডি কার্ড সংশোধন, এনআইডি রিইস্যু, এনআইডি কার্ড ডাউনলোড করতে Face Verification করে রেজিস্ট্রেশন করতে হয়।
- প্রথমে গুগল প্লে স্টোর থেকে Nid Wallet অ্যাপসটি ইন্সটল করতে হবে। তারপর এনআইডি ওয়ালেট ব্যবহার করে ফেস ভেরিফিকেশন করতে।
- Nid Wallet দিয়ে ফেস ভেরিফিকেশন করার জন্য nidw.gov.bd ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তারপর Nid Wallet অ্যাপসটি ওপেন করে QR কোড স্ক্যান করে ফেস ভেরিফিকেশন করতে হবে।
- ফেস ভেরিফিকেশন করার সময় ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে হবে এবং বামে ডানে দেখতে হবে তাহলে সম্পূর্ণভাবে আপনার ফেস ভেরিফিকেশন হবে।