আমাদেরকে অনেকে প্রশ্ন করেন আমার এনআইডি কার্ডের ছবি সুন্দর না অথবা অস্পষ্ট এখন আমি চাচ্ছি এই ছবি পরিবর্তন করতে বা স্বাক্ষর পরিবর্তন করতে তাহলে এটি কি পরিবর্তন করা সম্ভব? উত্তর হ্যাঁ, পুরনো NID গুলোর ক্ষেত্রে অয়েবক্যাম ব্যবহারের কারণে ছবি অস্পষ্ট দেখায় অথবা বিভিন্ন কারণবশত এনআইডি কার্ডের ছবি নষ্ট বা অস্পষ্ট হয়ে যায়। যা দিয়ে সঠিক ব্যক্তি যাচাই করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আপনাদের কথা বিবেচনা করে আজ কিছু সহজ টিপস শেয়ার করব যেগুলো অনুসরণ করে খুব সহজে আপনার এনআইডি কার্ডের ছবি বা স্বাক্ষর পরিবর্তন করে নিতে পারবেন।
আলোচনার বিষয়
NID কার্ডার ছবি পরিবর্তন
আপনি যদি NID কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে তাহলে নিজেস্ব ভোটার এলাকার নির্বাচন অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র/NID কার্ড সংশোধন ফরম-২ পূরণ পূূর্বক আবেদন করতে হবে। তবে এই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন ফি হিসেবে ২৩০ টাকা অনলাইন মোবাইল ব্যাংকিং বিকাশ বা রকেট ব্যবহার করে জমা দিতে হবে।
ছবি পরিবর্তনের আবেদন করার পর নির্ধারিত সময়ে পুনরায় আপনার নতুন ছবি ও স্বাক্ষর নির্বাচন কমিশন Voter ID Card তথ্য সার্ভারে প্রদান করবে। ভোটার আইডি কার্ড যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই এই ধরনের আবেদনের ক্ষেত্রে জেলা নির্বাচন অফিসার অনুমোদন গ্রহণ করতে হয়।
আরোও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
আপনার ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদনটি নির্বাচন অফিসার কর্তিক অনুমোদন হলে Mobile SMS এর মাধ্যমে আপনাক জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে যেকোন সময়ে আপনি সংশোধিত NID ID কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২ পূরণ করার পদ্ধতি
প্রথমে যেকোন ব্রাউজারে চলে আসুন তারপর এড্রেসবারে ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ৩ নাম্বার লিংক অর্থাৎ ec.chitalmari.bagerhat. gov.bd তে ক্লিক করুন। তাহলে আপনি নির্বাচন কমিশনের মেইন অয়েবসাইটে ঢুকে যাবেন। এবার পেইজের একটু নিচে খেয়াল করলে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২ pdf কপি দেখতে পাবেন।
PDF এর ওপর ক্লিক করলে ফরমটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড করা ফরমটি কম্পিটার দোকানে নিয়ে A4 Size পেপারে প্রিন্ট করে নিন। প্রিন্টকৃত ফরমের গুরুত্বপূর্ণ তথ্য গুলো NID অনুসারে পূরণ করে এবং অপ্রয়োজনীয় অংশ কলম দিয়ে কেটে দিন।
এবার ফরমটিসহ নতুন ছবি ও স্বাক্ষর নিকটস্থ্য নির্বাচন অফিসে গিয়ে জমা করে আসুন।
সংশোধন ফ্রি পরিশোধের নিয়ম
জাতীয় পরিচয়পত্রে ছবি ও স্বাক্ষার এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মূল তথ্যের অর্ন্তভূক্ত। তাই এই ধরনের তথ্য সংশোধের ক্ষেত্রে আবেদন ফি পরিশোধ করা অপরিহার্য। তাই অব্যশই আপনাকে NID সংশোধন বাবাদ ২৩০ টাকা সংশোধন ফ্রি পরিশোধ করতে হবে।
তবে ফি পরিশোধ শেষে অব্যশই আবেদন ফরমে ৫ নম্বর ফরম/কলামে ফি জমা দানের রশিদ হিসেবে বিকাশ/রকেট Transaction ID উল্লেখ করে দিতে হবে। এবার জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২ ও জাতীয় পরিচয়পত্রের কপি একসাথে সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর সংশোধন পদ্ধতি
আপনি যদি NID কার্ডের স্বাক্ষর পরিবর্তন করতে চান তাহলে এক্ষেত্রে উপরিক্ত নিয়ম অনুযায়ী। অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম নং ২ ডাউনলোড করে। যথাযথভাবে পূরণ করে আবেদন ফি জমা দিয়ে নিকটস্থ্য নির্বচান অফিসে গিয়ে জমা দিতে হবে। এবং একইভাবে আবেদন ফি পরিশোধের রশিদ ও উল্লেখ করতে হবে।
বিকাশে আবেদন ফি পরিশোধের নিয়ম
প্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করে আপনার পিন কোড ও ভেরিফিকেশন কোড দিয়ে লগিং করে নিন। তারপর হোম পেইজ থেকে ‘পে বিল ‘ অপশনে ক্লিক করুন। এরপর একটু নিচে স্কোল করলে ‘NID service’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে বিতরে চলে আসুন। এবার আবেদনের ধরণ হিসেবে ‘NID info correction’ সিলেক্ট করুন। তারপর NID কার্ডের নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করুন। তারপর আপনার সামনে Correction ফি হিসেবে ২৩০ টাকা দেখাবে এবং ৬ টাকা ব্যাট মোট ২৩৬ টাকা ফি পরিশোধ করতে হবে। এবার সবকিছু দেখে আপনি যদি ফি পরিশোধে ইচ্ছুক হোন তাহলে আপনার বিকাশ পিন দিয়ে কনফর্ম করুন। তাহলে আপনার ফি পরিশোধ সম্পন্ন হবে। এখন ট্রানজেকশন আইডিটি কপি বা স্কিনশর্ট দিয়ে রাখুন। যাতে কারে পরবর্তীতে সংশোধিত কপির সাথে উল্লেখ করতে পারেন।
জাতীয় পরিচয়পত্র ছবি ও স্বাক্ষর সংশোধন প্রশ্নউত্তর
-
- প্রশ্নঃ কোন ধরনের ছবি পরিবর্তন করা যাবে?
- উত্তরঃ অয়েবক্যাম দিয়ে তোলা ছবি, অস্পষ্ট ছবি বা চেহারা ও ছবির সাথে অমিল।
- প্রশ্নঃ ছবি বা স্বাক্ষর পরিবর্তনের পর কি নতুন স্মার্ট কাড পাওয়া যাবে?
-
- উত্তরঃ না, সুধু মাত্র ছবি বা স্বাক্ষর পরিবর্তনের কারণে নতুন স্মার্ট কাড পাওয়া যাবে না। তবে নতুন স্মার্ট কার্ডের জন্য ফি পরিশোধ করে স্মার্ট কার্ড রিইস্যুর আবেদন করলে নতুন স্মার্টকার্ড পাবেন। তবে ছবি বা স্বাক্ষর সংশোধিত কপি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
- প্রশ্নঃ সংশোধনের আবেদনের কত দিন পর সংশোধিত কপি পাওয়া যাবে?
- উত্তরঃ সংশোধন শেষে নির্বাচন কমিশন অফিস থেকে SMS এর মধ্যে জানিয়ে দেওয়া হবে।
- প্রশ্নঃ কিভাবে আবেদন ফি জমা দিব?
- উত্তরঃ বিকাশ বা রকেট অ্যাপ থেকে ফে বিল অপশন থেকে আবেদন ফি জমা দিতে পারবেন।
-
- প্রশ্নঃ চালান দিয়ে ফি জমা করা যাবে কিনা?
- উত্তরঃ না, বর্তমানে চালান দিয়ে আবেদন ফি গ্রহণ করা হয় না।