অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২৪

একজন নগরিকের সবচেয়ে বড় পরিচয়পত্র  হলো জন্ম সনদ বা জন্ম নিবন্ধন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। কোন কারণ বশত আপনি যদি জন্ম নিবন্ধন Date বিলম্ব করেন তাহলে আপনাকে অনেক সমস্যার মুখামুখি হতে হবে। 

জন্ম নিবন্ধন সংশোধনের নিয়ম

আপনার জন্ম নিবন্ধনে যদি কোন ধরনের ভুল থাকে তাহলে উপযুক্ত প্রমাণাদি দিয়ে ৩/৪ দিনের মধ্যে সেই ভুল সংশোধন করতে পারবেন। এটি আপনি দুই ভাবে করতে পারেন। ১/ নিবন্ধকের কার্যলয় থেকে আবেদন ২/ অনলাইন আবেদন। একজন ব্যক্তির জন্ম নিবন্ধে সাধারণত যেই ধরনের ভুল গুলো হয়ে থাকে তাহলোঃ

  • ব্যক্তির নামে ভুল
  • পিতা-মাতার নামে ভুল
  • জন্ম তারিখ, মাস বা সালে ভুল
  • ব্যক্তিগত ঠিকানা ও তথ্যে ভুল

জন্ম নিবন্ধন ভুল সংশোধন করতে ফোনের ইন্টরনেট সংযোগ সচল রেখে যেকোন ব্রাউজরের এড্রেসবারে গিয়ে bdris.gov.bd/br/correction লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম সাইটে ভিজিট করুন। তাহলে আপনি জন্ম নিবন্ধন সংশোধন সাইটে পৌঁছে যাবেন। এখন ওপরের 3 ডট থেকে জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করুন।

তাহলে আপনি ‘জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন’ অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে একটু নিচে আসলে ‘জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ’ দেওয়ার বক্স দেখতে পাবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ বসিয়ে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করুন। আপনার তথ্য গুলো ঠিক থাকলে আপনি এরকম একটি পেইজ দেখতে পাবেন।

পেইজের প্রথম অংশে জন্ম নিবন্ধন সংশোধন তথ্য দিন। অর্থাৎ আপনি কোন তথ্য গুলো  সংশোধন করতে চান সেটি সিলেক্ট করুন এবং যেই তথ্যটি সংশোধন করতে চান সেটি সঠিকভাবে সাবমিট করুন। জন্ম নিবন্ধন সংশোধন করার ক্ষেত্রে আপনার সার্টিফিকেট বা NID দেখে পূরণ করুন। একের অধিক তথ্য সংশোধন করার ক্ষেত্রে ‘ +আরোও তথ্য সংশোধন করুন’ অপশনে ক্লিক করে সঠিস তথ্য গুলো সংযুক্ত করুন। 

পেইজয়ের ২য় অংশে থাকা তথ্য গুলো খুব সাবধানতার সাথে বাংলা ও ইংরেজিতে পূরণ করুন। যেমন:

  • জন্ম স্থানের ঠিকানা
  • দেশ
  • বিভাগ
  • জেলা
  • উপজেলা
  • থানা
  • ডাকঘর
  • পোস্ট অফিস
  • গ্রাম বা মৌজা ইত্যাদি

একইভাবে বর্তমান ঠিকানটিও বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে পূরণ করুন। তারপর ‘আবেদন কারীর তথ্য’ দেওয়ার ক্ষেত্রে সেটি যদি আপনি নিজে হয়ে থাকেন তাহলে ‘নিজ’ সিলেক্ট করুন। আর অন্য কাউকে দিয়ে সংশোধন আবেদন করার ক্ষেত্রে তার তথ্য গুলো যুক্ত করুন। 

তারপর নিচে আপনার একটি একটিভ নাম্বার দিন এবং সর্বশেষ সংশোধন আবেদনের প্রমাণাদি সংযুক্ত করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। (আবেদনের ডকুমেন্ট গুলোকে স্ক্যান করে PDF করে নিন) তাহলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। সফলভাবে আবেদন করার পর আবেদন কপিটি প্রিন্ট করে নিন। জন্ম সনদ সংশোধনের আবেদন করার পর আগামী ৩০ দিনের মধ্যে আবেদনের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজসহ সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় জমা করুন।

আবেদন করতে যে যে ডকুমেন্ট লাগবে

জন্ম সনদ সংশোধনের আবেদনটি কয়েকটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ১/ নিজের তথ্যের ভুল যেমন: নাম, জন্ম তারিখ, মাস বা সাল ২/ পিতা-মাতার নামে ভুল। ৩/ স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানায় ভুল। উল্যেখিত আবেদন গুলোর ক্ষেত্র অব্যশই আলাদা আলাদা ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমনঃ-

নিজের তথ্যের ভুল

আপনার নাম, জন্ম তারিখ, মাস বা সালের ভুল সংশোধন করতে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে তাহলো: SSC, HSC বা উচ্চতর ডিগ্রীপ্রাপ্তি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, টিকা কার্ড বা হাসপাতালের জন্ম সনদ। 

পিতা-মাতার নামে ভুল

অভিবাবকের নামের ভুল সংশোধন করতে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে তাহলো: পিতা-মাতার NID/জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জন্ম সনদ।

বর্তমান বা স্থায়ী ঠিকানয় ভুল

বর্তমান ঠিকানা ও স্থয়ী ঠিকানার ভুল সংশোধনের ক্ষেত্রে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে তাহলো:

ইউনিয়ন কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র, ইউটিলিটি বা বিদ্যুৎ বিলের কপি। এছাড়াও অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হলে সেটি জন্ম সনদ সংশোধন অয়েবসাইটে দেখতে পাবেন। 

জন্ম সনদ কিভাবে সংশোধিত হয়?

অনলাইনে আবেদন করলেই যে জন্ম নিবন্ধন সংশোধ হয়ে যাবে সেটা কিন্তু নয়। জন্ম নিবন্ধন সংশোধন করতে অনলাইন আবেদনর কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় জমা করতে হবে। তারপর তারা আপনাকে পরবর্তী কাজ গুলো বুঝিয়ে দিবেন।  আপনার আবেদনটি জমা করার পর এটি ৩টি ধাপে পর্যালোচনা হবে। যেমন: সর্বপ্রথম ইউনিয়ন পরিশোধ থেকে অনুমোধন, তারপর উপজেলা জন্ম নিবন্ধন কার্যলয় থেকে অনুমোধন, তারপর মেইন সার্ভারে আপলোড হওয়ার পর আপনি সংশোধন কপি দেখতে পাবেন। 

কিভাবে সংশোধিত কপি হাতে পাবেন

৩টি ধাপে আপনার জন্ম নিবন্ধনটি যাচাই বাছাইয়ের পর এটি মেইর সার্ভারে আপলোড হবে। তারপর আপনি নিবন্ধকের কার্যলয় থেকে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে SMS পাবেন এবং সেখান থেকে আপনার সংশোধিত কপিটি সংগ্রহ করতে পারবেন। 

জন্ম নিবন্ধন সংশোধন ফি কত?

জন্ম সনদ যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এটি সংশোধনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্দিষ্ট পরিমান ফি নির্ধারণ করা হয়েছে। যা সর্বনিম্ম ১০০ টাকা থেকে সর্বোচ্চ, ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। 

নোটঃ বর্তমানে জন্ম তারিখ পরিবর্তন করা হচ্ছে না। তাই এ ক্ষেত্রে আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না। যদি বিশেষ কারণবশত জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে সরাসরি নিবন্ধকের কার্যালয় যোগাযোগ করুন। সেখান থেকে অনুমোদন পেলে আপনি আবেদন করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *