নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় বা নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। টাকা লেনদেন করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো নগদ একাউন্ট। নগদ একাউন্ট ব্যবহার করে প্রতিদিন মানুষে হাজার হাজার টাকা লেনদেন করে থাকে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় এবং নগদ একাউন্ট খোলার সহজ নিয়মাবলী সম্পর্কে।
আলোচনার বিষয়
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
নগদ একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা ‘Google Play Store’ অ্যাপ প্রবেশ করুন এবং সার্চবারে ‘নগদ’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা নগদ অ্যাপটি ইন্সটল করুন এবং অ্যাপটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পরে অ্যাপ প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- লগইন এবং
- নতুন একাউন্ট খুলুন
এখন আপনার যদি আগে থেকে নগদ একাউন্ট খোলা থাকে তাহলে লগইন অপশনে ক্লিক করে একাউন্ট লগইন করুন। আর নতুন একাউন্ট খোলার জন্য ‘নতুন একাউন্ট খুলুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি পেইজ ওপেন হবে। সেখানে নগদের একটি ঘোষণা দেওয়া থাকবে। আপনি চাইলে সেটি পড়ে নিতে পারেন। অথবা সরাসরি নিচের বস্কটিতে টিক চিহ্ন দিয়ে ‘সম্মত’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে. সেখানে আপনি যে নম্বরে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নম্বরটি বসিয়ে দিন। উদাহরণস্বর, আপনি 018680**** বসিয়ে ‘পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশনে ‘মোবাইল অপারেটর’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে কয়েকটি মোবাইল অপারেটর এর নাম দেখতে পাবেন। যেমন:
- টেলিটক
- গ্রামীণফোন
- রবি
- এয়ারটেল এবং
- বাংলালিংক
এখন আপনি যে সিমে নগদ একাউন্ট খুলবেন সেই সিমটি সিলেক্ট করুন। উদাহরণস্বর, আপনি গ্রামীণফোন সিলেক্ট করলেন। তারপর ‘পরবর্তী ধাপ’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে ‘একাউন্ট টাইপ’ নামে একটি অপশন চলে আসবে। সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- রেগুলার এবং
- ইসলামিক
এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ‘একাউন্ট টাইপ’ সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি রেগুলার অপশনটি সিলেক্ট করলেন। তারপর নিচে পরবর্তী ধাপ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। সেখান আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের ছবি আপলোড করতে হবে।
জাতীয় পরিচয়পত্র আপলোড করুন
এখন প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র সামনের ছবি আপলোড করুন। সেজন্য জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। তারপর ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি আপলোড করুন।
তারপর নিচের অপশনে আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের ছবি আপলোড করুন। সেজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। নিচে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবি আপলোড করুন। তারপর নিচে থাকা ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য দেখতে পারবেন।
এখন আপনি মিলিয়ে দেখুন আপনার এনআইডি কার্ডের সাথে এই তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আবারও আপনার এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ছবি স্ক্যান করুন। আর যদি সব ঠিক থাকে তাহলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- লিঙ্গ
- লেনদেনের উদ্দেশ্য
- পেশা এবং
- মুনাফা গ্রহিতা একাউন্ট
এখন উপরের অংশে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
আবেদনকারীর ছবি আপলোড করুন
এখন পরবর্তী অপশনে আপনার নিজের ছবি আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করে একাউন্ট খুলছেন সেই ব্যক্তির ছবি তুলুন। এখানে ছবি আপলোড করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। যেমন:
- ছবি তোলার সময় চোখ থাকা চশমা/সানগ্লাস (যদি থাকে) খুলে ফেলুন।
- Face ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমন্ডল রাখুন।
- ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো বাতাস আছে এমন স্থান থেকে ছবি তুলুন।
- ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা এক জায়গায় স্থির রাখুন এবং
- ছবি তুলতে বেশ কয়েকবার চোখের পলক ফেলুন।
এখন উপরে উল্লেখিত শর্তাবলী আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর নিচে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তাহলে মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং অটোমেটিক আপনার ছবি তুলে নিবে। তারপর নিচে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
আরোও পড়ুন: ফেসবুক থেকে আয় করার সেরা ৫টি উপায়
এখন পরবর্তী অপশনে আপনি যদি অন্যান্য ডকুমেন্ট সাবমিট করতে চান তাহলে সাবমিট করুন এবং অন্যান্য ডকুমেন্ট সাবমিট না করতে চাইলে ‘স্কিপ করুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘আমি নগদের শর্তাবলীর সাথে একমত’ অপশনে ঠিক চিহ্ন দিয়ে দিন।
তারপরে নিচে আপনার স্বাক্ষরটি বস্কের মধ্যে drawing করুন এবং নিচে থাকা ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এখন নগদ একাউন্ট খোলার জন্য যে যে ডকুমেন্ট সাবমিট করছিলেন সেই সকল ডকুমেন্ট এখানে চলে আসবে এবং তাঁর পাশে টিক চিহ্ন চলে আসবে। এখানে আপনার দেওয়া সকল ডকুমেন্টের পাশে যদি টিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার দেওয়া ডকুমেন্টগুলো সঠিক। আর যে যে ডকুমেন্ট পাশে টিক চিহ্ন আসবে না তাহলে বুঝবেন সেই ডকুমেন্ট গুলো সঠিক হয়নি। এখন সকল তথ্য সঠিকভাবে থাকলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তারপর আবারোও ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।
নগদ নাম্বার ভেরিফিকেশন করুন
এখন আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড (OTP) যাবে। সেটি বসিয়ে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে নগদের ৪ ডিজিটের পিন সেট করতে হবে। সেজন্য ‘পিন’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী পিন সেট করুন। তারপর নিচে ‘একই পিন পুনরায় লিখুন’ অপশনে পিন সেট করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নগদ একাউন্ট খোলা সম্পূর্ণ হবে।
আশা করি, বুঝাতে পেরেছেন নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় বা নগদ একাউন্ট খোলার নিয়ম কি। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।