গ্যাস বিল চেক করার নিয়ম, অনলাইনে বকেয়া গ্যাস বিল চেক বা তিতাশ গ্যাস বিল চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
আলোচনার বিষয়
অনলাইনে গ্যাস বিল চেক
বর্তমানে শহর অঞ্চল গুলোতে অধিকাংশ বাসা বাড়িতে তিতাস গ্যাস লাইন দেখা যায়। বিশেষ করে ঢাকা শহরে সবচেয়ে বেশি পরিমানে তিতাস গ্যাস ব্যবহার করা হয়। আমাদের মধ্যে এমন অনেকে বাড়িওয়ালা আছেন যারা বিকাশ দোকান বা ব্যাংক থেকে এই বিল পরিশোধ করে থাকেন। কিন্তু বিল পরিশোধের পর সঠিকভাবে বুঝতে পারেন না আপনার বিলটি সঠিক জায়গায় গিয়েছে কিনা বা তারা তা গ্রহণ করেছে কিনা। অথবা মাঝে মাঝে অর্থিক জটিলতার কারণে এই বিল দিতে বিলম্ব হয়। ফলে উক্ত মাসের বিল একাউন্টে বকেয়া টাকা হিসেবে যুক্ত হয়ে যায়।
আরোও পড়ুন: নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় জেনে নিন
কিন্তু পরবর্তীতে এই বকেয়া টাকা পরিশোধ বা চেক করার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তাই আপনি যদি আগে থেকে বকেয়া টাকা পরিমান জেনে নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন আপনার কোন মাসে কত টাকা বকেয়া হয়েছে বা কত টাকা পরিশোধ হয়েছে। তাই এখন আমরা দেখবো কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে তিতাস গ্যাস বিল চেক করবেন।
তিতাস গ্যাস বিল চেক করার নিয়ম
অনলাইনে তিতাস গ্যাস বিল চেক করার জন্য ফোনের ইন্টারনেট সংযোগ চালু রেখে যেকোন ব্রাউজার থেকে সার্চ করুন: ‘Titas gas bill check online’। তারপর সার্চ রেজাল্টে আসা ‘তিতাস গ্যাস’ ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে সবার শুরুতে Registered customer একটি সার্চ অপশন পেয়ে যাবেন।
এখন ‘Customer code’ অপশনে তিতাস বিল খাতা/বইয়ের মধ্যে থাকা রেজিস্ট্রার কোডটি টাইপ করুন এবং Phone নম্বর এর স্থলে আপনার তিতাস রেজিস্ট্রেড ফোন নম্বরটি দিয়ে ‘Sign in’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া প্রদত্ত নম্বরে একটি Code/OTP যাবে। সেটি সঠিকভাবে বসিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে তিতাস Customer profile এ নিয়ে আসবে।
এখন উপরের 3 ডট অপশন থেকে Transaction অপশনে ক্লিক করুন। তাহলে আপনার লেনদেনের সকল তথ্য দেখতে পাবেন। অর্থাৎ কোন মাসে কত তারিখে কত টাকা পেমেন্ট করেছেন ইত্যাদি।
এখন আবারও 3 ডট থেকে Custome profile এ ক্লিক করে আপনি কয়টি চুলা ব্যবহার করছেন, আপনার বিলিং এড্রেস সহ সকল কিছু দেখতে পাবেন। তারপর Arrear Certificate অপশনে ক্লিক করে আপনার বকেয়া টাকা দেখতে পাবেন। অর্থাৎ আপনার কোন মাসের কত টাকা বাকি আছে। এভাবে করে আপনি তিতাস ওয়েবসাইট থেকে আপনার গ্যাস বিল চেক সহ যাবতীয় সকল ইনফরমেশন চেক করতে পারবেন।
অ্যাপ থেকে গ্যাস বিল চেক করার নিয়ম
ওয়েবসাইট ছাড়াও আপনারা চাইলে তিতাস অ্যাপ থেকেও গ্যাস বিল চেক করতে পারবেন। এরজন্য প্রথমে ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন এবং সার্চবারে Titas gas লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি ইন্সটল করুন। এটি হলো তিতাসের অফিসিয়াল অ্যাপ।
যদিও তিতাস এখন পর্যন্ত তাদের অ্যাপের সম্পর্ণ কার্যক্রম সম্পন্ন করে নি। তাই এ মুহুর্ত্বে অ্যাপ থেকে বিল চেক করতে পারবেন না। পরবর্তীতে চেক করা গেলে তা আমরা আমাদের সাইটে প্রকাশ করব। তবে এখন পর্যন্ত আপনি তিতাস অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে তিতাশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ বা তাদের নাম্বার ও ঠিকানা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও তিতাস কাস্টমার কেয়ার নম্বর বা হেল্প লাইন নম্বর 09612316496 or 16496 থেকে বিভিন্ন সমস্যার সমাধান নিতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।