ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের দুটি ভোটার আইডি কার্ড রয়েছে। অথবা দুটি ভোটার আইডি কার্ড তৈরি করতে চাচ্ছেন। কিংবা একের অধিক ভোটার আইডি কার্ড রয়েছে। আবার অনেকে হয়ত প্রথম বার নিজের ইচ্ছায় ভুল তথ্য দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করছেন। কিংবা অজ্ঞতাবশত ভুল তথ্য দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করে ফেলছেন। এখন অনেকে জানতে চাচ্ছেন একের অধিক ভোটার আইডি কার্ড থাকলে কোন ধরনের সমস্যা হবে কিনা বা কিভাবে ভোটার আইডি কার্ড বাতিল করা যায়।
আলোচনার বিষয়
একের অধিক ভোটার আইডি কার্ড বাতিল থাকলে কি হবে
যদি কোন কারণবশত আপনার একের অধিক ভোটার আইডি কার্ড থেকে থাকে। তাহলে দ্রুত যেকোনো একটি আইডি কার্ড বাতিল করা জরুরী। কেননা ২০১০ সালের বাংলাদেশ নির্বাচন কমিশন আইন অনুযায়ী যদি কোন ব্যক্তি একের অধিক ভোটার আইডি কার্ড ব্যবহার করেন বা একের অধিক ভোটার আইডি কার্ড থেকে থাকে। তাহলে অনধিক এক বছরের কারাদণ্ড অথবা বিশ হাজার টাকা জরিমানা কিংবা উভয়দণ্ডে দন্ডিত হতে পারেন।
- ধারা ১৬ অনুযায়ী: বাংলাদেশ নির্বাচন কমিশনের অধিনে দায়িত্বপ্রাপ্ত কোন কোন কর্মকর্তা বা কর্মচারী সজ্ঞানে তথ্য-উপাত্ত বিকৃত বা বিনিষ্ট করিলে অনধিক ৭ বছরের কারাদণ্ড বা ১ লক্ষ টাকা জরিমানা কিংবা কোন কোন ক্ষেত্রে উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
- ধারা ১৭ অনুযায়ী: ভারপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কর্মচারী নিজ দায়িত্ব অবহেলা করিলে অনধিক অনধিক ১ বছরের কারাদণ্ড বা ২০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা কোন কোন ক্ষেত্রে উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।
ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম
আশা করি আপনারা বুঝতে পারছেন একের অধিক ভোটার আইডি কার্ড ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ বা অনৈতিক একটি কাজ। সুতরাং কেউ যদি ইতিপূর্বে এমন সমস্যায় ভুগে থাকেন। তাহলে অতিসত্বর আপনার নিকটস্থ নির্বাচন কমিশন অফিস বা ইসি অফিস যোগাযোগ করুন। এবং আপনি অজ্ঞতাবশত দুটি ভোটার আইডি কার্ড তৈরি করে ফেলছেন তা লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করুন। এবং বলুন আপনি একটি ভোটার আইডি কার্ড বাতিল করতে চাচ্ছেন।
অব্যশই সাথে দুটি ভোটার আইডিকার্ড নিয়ে যাবেন। এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সবকিছু খুলে বলুন। তাহলে ওনি আপনাকে পরামর্শ দিবেন এবং একটি ভোটার আইডি কার্ড বাতিল করে দিবেন।
ভোটার আইডি কার্ড বাতিল আবেদন পত্রের নমুনা
আপনি যদি ভোটার আইডি কার্ড বাতিল করতে চান। তাহলে নির্বাচন কমিশনে কম্পিউটার টাইপ একটি লিখিত আবেদন জমা দিতে হবে। যেখানে আপনার নাম, ঠিকানা, ভোটার নম্বর ইত্যাদি উল্লেখ্য করতে হবে। নিম্নে আবেদনের নমুনা দেখানো হলে:
তারিখ XX-XX-XXXX
বারাবর,
উপজেলা নির্বাচন অফিসার
গাজীপুর ঢাকা- ১২০০
বিষয়: একের অধিক ভোটার আইডি কার্ড বাতিল
জনাব, বিনিত নিবেদন এই যে, আমি মোঃXXXX, পিতা: মো: XXXX, মাতা:XXXX গ্রাম:XXXX, ডাকঘর: XXXX, জেলা: XXXX, বিভাগ: XXXX
আমি অজ্ঞতাবশত দুটি NID কার্ড তৈরি করে ফেলি। পরক্ষণে আমি যখন এটা জানতে পারলাম যে দুটি জাতীয় পরিচয় পত্র ব্যবহার সম্পূর্ণ অবৈধ বা বেআইনি এবং এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। তখন আমি সাথে সাথে সেই ভুল সংশোধন করতে আপনার নিকট দারস্থ হইলাম। আমার NID নম্বর: XXXXXXXXX ও XXXXXX
অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত অনুরোধ। আমার ভুল স্বীকারোক্তির কথা বিবেচনা করে। আমার একটি NID কার্ড বাতিল করে আমাকে বাদিত করবেন।
বিনীত নিবেদক
নাম: মো: XXXXXXXX
১ম NID:
২য় NID:
মোবাইল: +8801XXXXXXXXX
উপরিক্ত নিয়ম অনুযায়ী আবেদনটি কম্পিউটার টাইপ করে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে জমা দিন। ভোটার আইডি কার্ড বাতিলের অনলাইন কোন প্রসেস বা নিয়ম না থাকার কারণে এ পোস্টে সে সম্পর্কে আলোচনা করা সম্ভব হলো না। আপনাদের সুবিধার্থে নিচে আরেকটি নমুনা আবেদন ফরম DOCS ফাইল দেওয়া হলো।
আশা করি আপনারা বুঝতে পারছেন। একের অধিক ভোটার আইডি কার্ড ব্যবহার করা অবৈধ এবং সেটি বাতিল করার নিয়ম সম্পর্কে। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
আরোও পড়ুন: ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করুন
ফেসবুক পোস্ট বা রিল ভাইরাল করার উপায় ২০২৪
FAQ
- প্রশ্ন: আমি লাকার বাহিরে অন্যকাউকে দিয়ে আবেদন পত্র জমা করা যাবে কিনা?
- না, আপনাকে স্ব শরীরে আবেদনপত্র জমা করতে হবে।
- প্রশ্ন: কত দিনের মধ্যে NID বাতিলের আবেদন করা যাবে?
- যখনি নিজের ভুল বুঝতে পারবেন।
- প্রশ্ন: NID কার্ড বাতিল হতে কত দিন লাগবে?
- সর্বনিন্ম ৭ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে NID বাতিল করা হয়।
- প্রশ্ন: একই ভুল দ্বিতীয় বার করলে জেল বা জরিমানা হবে কিনা?
- কর্তপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।