পাসপোর্ট রিনিউ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি সম্পূর্ন পড়ার জন্য অনুরোধ রইল। আমাদের ভিতর এমন অনেকেই আছেন যাদের পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন রয়েছে। অথবা ভবিষ্যতে পাসপোর্টটি রিনিউ করতে হবে। তাদের জন্য আজকের পোস্টটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই পোস্টে MRP পাসপোর্ট এবং ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম। আবেদন ফি পরিশোধ সহ যাবতীয় বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম
অনলাইনের মাধ্যমে পাসপোর্ট রিনিউ করার জন্য প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোনের ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজারের সার্চ বারে epassport.gov.bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

ড্যাশবোর্ডে আসার পর আপনি Directly to online application নামে একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে। এখন কয়েকটি স্টেপে আপনাকে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করতে হবে।

পাসপোর্ট রিনিউ করার নিয়ম স্টেপ ০১
প্রথম স্টেপে শুরুতে Are you applying from Bangladesh? অপশনটি Yes করে দিন। তারপর নিচে থেকে আপনার Present address ও পুলিশ স্টেশনেটি সিলেক্ট করে continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম স্টেপ ০২
এই স্টেপে আপনাকে একটি ইমেল এড্রেস দিতে হবে। আপনার ইমেইল এড্রেসটি দিয়ে নিচে থেকে ক্যাপসাটি টিকমার্ক করে continue অপশনে ক্লিক করুন। Continue অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে।

পাসপোর্ট রিনিউ করার নিয়ম স্টেপ ০৩
তৃতীয় নম্বর স্টেপে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন গুলো দিতে হবে যেমন:
- Password and
- Repeat password
- Full name
- Given name
- Surname
- Mobile Number
সবগুলো তথ্য আপনার পূর্বের পাসপোর্ট অনুযায়ী সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে, নিচে থেকে ক্যাপসাটি পূরণ করে Create account অপশনে ক্লিক করুন। অবশ্যই পাসওয়ার্ডটি কোথাও লিখে বা save করে রাখুন। কারন এই পাসওয়ার্ডটি দিয়ে ই-পাসপোর্টের ওয়েবসাইটে login করতে হবে।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম স্টেপ ০৪
এই ধাপে আপনার দেওয়া প্রদত্ত ই-মেইলকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য আপনার ই-মেইলকে চেক করুন। সেখানে পাসপোর্ট ওয়েবসাইটে থেকে একটি লিংক পাঠানো হবে। এখন আপনি ওই লিংকে ক্লিক করে একাউন্ট ভেরিফিকেশন করে নিন।
তারপর সাইটে ফিরে এসে Sign in অপশনে ক্লিক করে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিন এবং নিচে থেকে I am human অপশনে টিক চিহ্ন দিয়ে sing in অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি লগইন হয়ে যাবে।

এখন আপনি apply for a new a passport অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। অনেকে মনে করতে পারেন যে আমি তো পাসপোর্ট রিনিউ করবো। তাহলে নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন কেন করবো? কারণ, বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে হলে apply for a new passport মাধ্যমে রিনিউ করতে হয়।
Apply for a new passport অপশন ক্লিক করলে আপনি নতুন একটি পেইজ চলে আসবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী Passport type সিলেক্ট করুন। পাসপোর্টের ধরন হিসেবে আপনি দুটি ক্যাটাগরি দেখতে পাবেন।
- Ordinary passport এবং
- Official passport
পাসপোর্ট ধরন নির্বাচন করার পর Save and continue তে ক্লিক করুন। Ordinary passport হলো সাধারণ পাসপোর্ট। যেটি দিয়ে সাধারণ মানুষ যে পাসপোর্ট গুলো তৈরি করে থাকে সেগুলো। কিন্তু Official passport হলো বিশেষ ধরনের পাসপোর্ট। যেগুলো সাধারণত অফিসের কাজ/সরকারী দায়িত্বরত কর্মচারীগন করে থাকেন। প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি বেছে নিয়ে Save and continue তে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।
এ পর্যায়ে আপনাকে আপনার personal information দিতে হবে। এখন l apply for myself নামে অপশনে টিক চিহ্ন দিয়ে দিন। তাহলে আপনি একাউন্ট করার সময় যেই তথ্য গুলো দিয়েছেন সেগুলো চলে আসবে। এখন Select Gender অপশন থেকে আপনার Gander সিলেক্ট করুন। একটু নিচে select professional অপশন পেয়ে যাবেন সেখানে আপনাকে professional সিলেক্ট করতে হবে।

Profession অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনি এখানে যে Profession সিলেক্ট করবেন সেই Profession সাপেক্ষে আপনাকে পাসপোর্ট অফিসে কাগজ জমা করতে হবে।
যেমন: আপনি যদি প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন তাহলে অবশ্যই appointment letter বা job id card দিতে হবে। যদি প্রফেশন student দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে।
এখন নিচে থেকে Select religion অপশন থেকে আপনার ধর্ম সিলেক্ট করুন। তারপর মোবাইল নম্বর ও select district of birth অপশন থেকে আপনার জন্মের district সিলেক্ট করুন। তারপর নিচে থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন এবং citizenship information অপশন থেকে By birth সিলেক্ট করুন। এখন সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে save and continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।
পরবর্তী অপশনে এসে আপনার present address ও permanent address দিতে হবে। প্রথমেই আপনার district সিলেক্ট করুন। তারপর আপনার গ্ৰামের নাম, থানা, পুলিশ স্টেশন, পোষ্ট অফিস, Postal code ইত্যাদি সঠিকভাবে সিলেক্ট করে নিন।
এখন নিচে present address অপশন দেখতে পাবেন। সেখানে present address in the same as permanent নামে অপশন দেখতে পাবেন। এখন আপনার present address এবং permanent address যদি একই থাকে তাহলে বক্সে টিকমার্ক দিয়ে দিন। তাহলে উপরের তথ্যগুলো নিচে ফিলাপ হয়ে যাবে। অর্থাৎ আপনার permanent address গুলো present address হিসেবে অট নিয়ে নিবে। উপরোক্ত তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে নিচে আপনার regional passport office নাম চলে আসবে।
এখন আপনি চাইলে আপনার আবেদনটি আপনার পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোন পাসপোর্ট অফিসে জমা বা বাতিল করতে পারবেন না। কেননা পাসপোর্ট অফিস আপনার বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। সব ঠিক থাকলে save and continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।
পাসপোর্ট রিনিউ/নবায়ন প্রক্রিয়া
এখন আপনি যেহেতু পাসপোর্ট রিনিউ করবেন সেইজন্য এখান থেকে আপনাকে সঠিক অপশনটি বেছে নিতে হবে। যেমন:
- Yes,l have a machine readable passport (MRP passport) এবং
- Yes, I have an electronic passport (E-passport)
এখন আপনি যদি ই পাসপোর্ট রিনিউ করতে চান তাহলে (ePP) অপশন ক্লিক করুন। আর যদি MRP পাসসপোর্ট রিনিউ করতে চান তাহলে MRP অপশনে ক্লিক করুন।

আপনার জন্য প্রযোজ্য পাসপোর্টের ধরন নির্বাচন করুন। তারপর select reissue reason (অর্থাৎ আপনি কেন আপনার পাসপোর্টটি রিইস্যু বা রিনিউ করতে চান সেটি সিলেক্ট করুন। আপনি অনেক গুলো অপশন পেয়ে যাবেন যেমন:
- Conversation to epassport
- Expired
- Lost/stolen
- Data change
- Unusable এবং
- Other
এখন আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে expired অপশনে ক্লিক করুন। আর যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে lost/stolen অপশন সিলেক্ট করুন এবং যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে Date change অপশনে ক্লিক করুন। আপনি যেহেতু পাসপোর্ট রিনিউ করতে চান তাই expired অপশনটি সিলেক্ট করুন।
তারপর revious passport number অপশনে আপনার আগে যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট নম্বর এবং date if issue ও date of expired সঠিকভাবে পূরণ করুন। তথ্যগুলো আপনি আপনার আগের পাসপোর্টে পেয়ে যাবেন। এখন Do you have passports of other countries? অপশনে যদি আপনার অন্যান্য কোন দেশের পাসপোর্ট থাকে তাহলে Yes সিলেক্ট করে সেই তথ্য গুলো বসিয়ে দিন। আর যদি না থাকে তাহলে No সিলেক্ট করুন।
তারপর identification number অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি সঠিকভাবে পূরণ করে save and continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে।

পিতা-মাতার সম্পর্কে তথ্য দিন
এখানে আপনার পিতা-মাতার সম্পর্কে তথ্য দিতে হবে। প্রথমে আপনার পিতার নাম লিখুন, তারপর আপনার পিতার profession, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্রের নম্বর সঠিকভাবে পূরণ করে নিন। একই নিয়মে আপনার মাতার নাম, profession, জাতীয়দা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিন। তারপর নিচে Guardian information অপশনে যদি টিক চিহ্ন না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দিন।
আপনার পিতা-মাতা যদি জীবিত হয় তাহলে not applicable অপশনে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যান। আর যদি আপনার পিতা-মাতা মৃত হয়। তাহলে টিক চিহ্ন উঠিয়ে লিগাল guardian information দিয়ে দিন। সকল information সঠিকভাবে দেওয়া হয়ে গেলে save and continue অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে
বৈবাহিক অবস্থা বা স্বামী/স্ত্রী তথ্য
এই ধাপে আপনার marital status দিতে হবে। আপনি যদি single থাকেন তাহলে single অপশনে ক্লিক করুন এবং married থাকলে married অপশনে ক্লিক করে আপনার wife সম্পর্কে information গুলো দিয়ে দিন। যেমন:
- NID কার্ড অনুযায়ী নাম
- Profession এবং
- NID কার্ডের নম্বর
বৈবাহিক অবস্থা নির্বাচন ও স্বামী বা স্ত্রীর তথ্য গুলো দেওয়া হয়ে গেলে save and continue অপশনে ক্লিক করুন।
জরুরি যোগাযোগের সম্পর্কীয় তথ্য
এখন আপনাকে emergency contact relationship তথ্য দিতে হবে। অর্থাৎ আপনার অবর্তমানে জরুরি যোগাযোগের জন্য আপনি যাকে emergency contact দিতে চাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক ও তার তথ্য দিতে হবে। উদাহরণ স্বরুপ: আপনি যদি emergency contact হিসেবে father’s সিলেক্ট করেন তাহলে আপনার পিতার নাম চলে আসবে। যেহেতু তার তথ্য গুলো আপনি ইতিপূর্বে সাবমিট করেছেন।
কিন্তু আপনি যদি emergency contact হিসেবে brother বা অন্য কিছু সিলেক্ট করেন তাহলে তার নাম, জাতীয় পরিচপত্রের কপি মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে। তারপর save and continue অপশনে ক্লিক করুন।
পাসপোর্ট অপশন বা পাসপোর্টের ধরন নির্বাচন
এই পর্যায়ে আপনাকে পাসপোর্টের ধরন বা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এখানে আপনি 48 পেইজের পাসপোর্টের দুটি validity পাবেন। যেমন:
- 5 years ও
- 10 years
এখন আপনি যদি ৫ বছরের জন্য নির্বাচিত করেন তাহলে 4025 টাকা জমা করতে হবে এবং ১০ বছরের জন্য 5750 টাকা পেমেন্ট করতে হবে।
এখন আপনি কত বছরের জন্য নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন এবং save and continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাওয়া হবে। সেখান আপনার পাসপোর্ট ডেলিভারি ধরন নির্বাচন করতে হবে। আপনি দুই ধরনের ডেলিভারি অপশন পেয়ে যাবেন।
- Regular delivery এবং
- Express delivery
Regular delivery মানে আপনি ২০/২৫ দিন অথবা ১ মাসের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবেন এবং Express delivery মানে আপনি ১০ কর্ম দিবাসের ভিতরে পাসপোর্টি পেয়ে যাবেন।
এখন আপনি যদি regular delivery তে আপনার পাসপোর্টটি পেতে চান তাহলে আপনাকে ৫৭৫০ টাকা দিতে হবে এবং express delivery নিতে চাইলে আপনাকে ৮০৫০টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি Regular delivery পেতে চান তাহলে regular delivery অপশনে ক্লিক করুন। আর যদি express ডেলিভারি নিতে চান তাহলে express সিলেক্ট করে নিচে থেকে save and continue অপশনে ক্লিক করুন।
আরো পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়া
ঘুমের সমস্যার সমাধান এবং সহজে দূরীকরণের ১০ টি উপায়
Save and continue তে ক্লিক করার পর এতক্ষণ ধরে পূরণ করা পাসপোর্টের সকল তথ্যগুলো আপনার সামনে আরোও একবার প্রদর্শিত হবে। এখন আপনি আপনার পাসপোর্টের সাথে সকল তথ্য গুলো ভালো ভাবে মিলিয়ে নিন। এখানে আপনি অবশ্যই ভালো ভাবে মিলিয়ে দেখে নেবেন কারন একবার submit অপশনে ক্লিক করলে আপনি আর কোন কিছু change/পরিবর্তন করতে পারবেন না।

পাসপোর্ট রিনিউ পেমেন্ট পরিশোধ
এ পর্যায়ে আপনাকে পাসপোর্ট রিনিউ করার জন্য পেমেন্ট পরিশোধ করে করতে হবে। পাসপোর্টের সকল তথ্যগুলো সঠিক হলে confirm and proceed to payment অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি application summary চলে আসবে। এখন আপনি নিচে নামলে দুটি payment options দেখতে পাবেন। যেমন:
- Online payment এবং
- Offline payment
তার মানি আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। বর্তমানে অনলাইন পেমেন্ট বন্ধন থাকায় আপনাকে offline মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য offline payment সিলেক্ট করে continue অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এমন একটি পেইজ চলে আসবে।

এখন আপনি print summary অপশনে ক্লিক করুন তারপর summary টি print করে নিন। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে download application from অপশনে ক্লিক করে application from টি ডাউনলোড করে নিন। এখন এই ফ্রমটি print করে নিন। তারপরে আপনাকে ব্যাংকে গিয়ে টাকা জমা করতে হবে এবং তারপরে পাসপোর্ট অফিসে গিয়ে application from টি submit করে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করতে হবে।
এখন আপনি এখান থেকে আপনার print summary টি print করবেন application from টি print করবেন এবং এখান থেকে আর যে documentগুলো প্রয়োজন হবে। যেমন:
- NID কাড
- পাসপোর্ট
- পিতা মাতা NID কার্ড
- প্রফেশন সত্যায়িত ডকুমেন্ট
এইগুলো নিয়ে আপনি চলে যাবেন যেকোন একটি ব্যাংকে। যে ব্যাংকে পাসপোর্টের ফি জমা নেই। তারপর ব্যাংকে গিয়ে print summary টি তাদেরকে দেখালে তারা আপনার টাকা জমা নেবে এবং আপনাকে print করে একটি চালান ফর্ম দিয়ে দিবে। সবগুলো ডকুমেন্ট এক সাথে করে পিন করে নিন।
চালান ফর্মটি উপরে রেখে আপনি একটি ফাইল তৈরি করবেন এবং সেই ফাইলটি নিয়ে রেজিওনাল পাসপোর্ট অফিসে গিয়ে জমা করে আসুন। আপনার ডকুমেন্ট গুলো সঠিক থাকলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট দিবেন। তারপরে ছবি তুলবেন এবং আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেবে সেটি নিয়ে বাসায় চলে আসুন। এর পর আপনার পাসপোর্টটি রিনিউ সম্পন্ন হলে আপনি সেটা সংগ্রহ করতে পারবেন।
আশা, করি আর্টিকেলটি পড়ে আপনি কোন রকম দালারের সাহায্য ছাড়াই আপনার পাসপোর্টটি রিনিউ বা রিইস্যু করতে পারবেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পাবেন আমাদের ওয়েবসাইটে।