জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় কাজ সমূহ

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় কাজ সমূহ জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেছে? জাতীয় পরিচয় পত্র নষ্ট হয়ে গেছে? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। এ পোস্টে জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয় কাজ সমূহ সম্পর্কে বর্ণনা করা হলো।

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে করণীয়

জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কোন কারণবশত যদি সে ডকুমেন্টটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। কিংবা চুরি হয়ে যায়। তাহলে এক্ষুনি এই কাজগুলো করুন। তা না হলে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন।

জাতীয় পরিচয় পত্র বা কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেলে। সবার প্রথমে নিকটস্থ থানায় ডকুমেন্টের বর্ণনা পূর্বক একটি জিডি দাখিল করুন। এতে করে আপনার ডকুমেন্ট দিয়ে কেউ অন্যের ক্ষতি করতে পারবেনা। যদিও ক্ষতি করার চেষ্টা করে। তাহলে আপনি সেই ক্ষতির দোষে আরোপিত হবেন না। সুতরাং সবার প্রথমে নিকটস্থ থানায় জিডি করুন।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন

জাতীয় পরিচয়পত্র যেহেতু একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এটি হারিয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। কেননা দৈনন্দিন কাজে নানা প্রয়োজনে জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হতে পারে। তাই আমরা এ পর্যায়ে দেখব কিভাবে হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন করা যায়।

আরোও পড়ুন: নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৪

হারানো জাতিয় পরিচয় পত্র উত্তোলন করতে সবার প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং সার্চবারে এনআইডি ওয়ালেট (NID Wallet) লিখে সার্চ করুন। তাহলে আপনি সবার প্রথমে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখন সেটি ইন্সটল করুন।

এ পর্যায়ে আমাদের হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলনের জন্য ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে সার্ভিসেস ডট এন আই ডি ডব্লিউ ডট গভ বিডি (services.nidw.gov.bd) লিখে সার্চ করুন। এবং সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন প্রথম ধাপ

হারানো জাতি পরিচয় পত্র উত্তোলনের জন্য এ পর্যায়ে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে services.nidw ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য “রেজিস্ট্রেশন করুন” অপশন এ ক্লিক করুন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ, সাল ও মাস দিয়ে নিচে থাকা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।তাহলে আপনার সামনে নতুন আরেকটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার NID অনুযায়ী বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানার মধ্যে যে তথ্যগুলো পূরণ করতে হবে তাহলো: বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়, ডাক ঘর, গ্রাম/মৌজা ইত্যাদি।

সবগুলো তথ্য পূরণ করে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন প্রথম দ্বীতৃয় ধাপ

এই ধাপে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বক্সে আপনার মোবাইল নম্বর বসিয়ে “বার্তা পাঠান” বাটনে ক্লিক করুন।তাহলে আপনার দেওয়া প্রদত্ত নম্বরে ৬/৮ সংখ্যার একটি OTP কোড যাবে। সেটি সংগ্রহ করে সঠিকভাবে বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন। তাহলে ভেরিফিকেশন সম্পন্ন হবে। এবং আপনার সামনে নতুন একটি ফেইজ আসবে। সেখানে রেড মার্ক করা “Tap to NID Wallet” অপশনে ক্লিক করুন। তাহলে পূর্বে ইন্সটল করা NID Wallet অ্যাপটি Open হয়ে যাবে।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন প্রথম তৃতীয় ধাপ

তৃতীয় ধাপে আপনাকে Face scan সম্পন্ন করতে হবে। Face scan শুরু করতে “Start face scan” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যমরা চালু হয়ে যাবে। এখন কার্টুন ডেমো দেখে দেখে আপনার Face এদিক ওদিক নাড়াছাড়া করে ফেস স্ক্যান সম্পন্ন করুন।Face scan সম্পন্ন হলে আপনার সামনে দুটি অপশন আসবে ১/ পাসওয়ার্ড সেট করুন ২/ এড়িয়ে যান। এখন আপনি যদি ফেস স্ক্যান ছাড়াই পরবর্তীতে services.nidw ওয়েবসাইটে প্রবেশ করতে চান  তাহলে পাসওয়ার্ড সেট করে নিন। আর যদি না চান তাহলে এড়িয়ে যান।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন আবেদন

এখন আপনার সামনে নতুন একটি পেইজ আসবে সেখানে আপনার ছবি সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন। পেইজটাকে একটু নিচে স্ক্রোল করলে “রিইস্যু” একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এখন উপর থেকে “এডিট” বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার NID তথ্য গুলো এডিটিং পারমিশন পেয়ে যাবেন। এখন পুনর্মুদ্রাণের কারণ হিসেবে সঠিক কারণটি বেছে নিন।

  • হারিয়ে গেছে
  • চুরি হয়ে গেছে
  • নষ্ট হয়ে গেছে
  • ঠিকানা পরিবর্তন

অপশন চারটি থেকে সঠিক কারণটি বেছে নিন। তারপর আপনার জিডি নম্বর, থানা, পুলিশ অফিসারের নাম ও অফিসারের পদবী এবং সর্বশেষ জিডির তারিখ উল্লেখ্য করে উপর থেকে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন ফি পরিশোধ

এখন আপনার হারানো/চুরি হওয়া/ নষ্ট হয়ে যাওয়া জাতীয় পরচিয়পত্রের রিইস্যু ফি বাবদ মোট ২৩০ টাকা ফি পরিশোধ করতে হবে। (এটি কম বেশিও হতে পারে) যা আপনি সেখানে দেখতে পাবেন। এখন ফি পরিশোধ করতে উপর থেকে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে দেখাবে কত টাকা পরিশোধ করতে হবে।

এখন বিতরনের ধরন নির্বাচন করুন। মনে রাখবেন বিতরনের ধরনের ওপর পরিশোধিত ফি নির্ভর করে কম বেশি হয়ে থাকে। এখন আপনার যদি নরমাল লেমেন্টিং করা কার্ড হারিয়ে যায়। তাহলে Regular বা Argent সিলেক্ট করুন। আর যদি হারানো জাতীয় পরিচয়পত্রটি Smart card হয়ে থাকে। তাহলে Regular smart card বা Argent smart card সিলেক্ট করুন।

আরোও পড়ুন: ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন পদ্ধতি

এখন আপনার ওয়েব ট্যাবটি মিনিমাইজ (এভাবে রেখে) করে বিকাশ অ্যাপ থেকে ফি পরিশোধ করুন। বিকাশ অ্যাপ থেকে ফি পরশোধ করতে অ্যাপের হোম পেইজ থেকে “Pay bill” অপশনে ক্লিক করুন। তাহলে অনেক গুলো অপশন পেয়ে যাবেন সেখান থেকে NID Services অপশনে ক্লিক করুন। তারপর আবেদনের ধরন হিসেবে “Duplicate regular” বাটন সিলেক্ট করুন। এরপর NID নম্বর ও নিচে থাকা বক্সে টিকমার্ক দিয়ে “পে বিল করতে এগিয়ে যান” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে টাকার পরিমান দেখাবে। সেটি দেখে আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট কনফর্ম করুন।ফি পরিশোধের পর আবার ব্রাউজারে চলে আসুন। তারপর ব্রাউজার একবার রিফ্রেশ করে নিন। তহলে আপনার পেমেন্টটি আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে। এখন উপর থেকে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন ডকুমেন্ট আপলোড

এ পর্যায়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট গুলোর মধ্যে থেকে যে যে তথ্য দিতে হবে তাহলো:

  • NID কার্ডের ছবি (যদি NID কার্ড নষ্ট হয়ে যায়)
  • জিডি (GD)

তথ্য গুলো আপলোডের পর “সাবমিট” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আবেদনটি চুড়ান্ত হবে। এখন কিছু দিন অপেক্ষা করুন। তাহলে নির্বাচন কমিশন অফিস থেকে আপনার নম্বরে এসএমএম আসবে। যেখানে আপনাকে কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে। তারপর নির্দিষ্ট তারিখে গিয়ে NID কার্ড সংগ্রহ করতে হবে। কিন্তু যারা NID নষ্ট হয়ে যাওয়ার আবেদন করছেন। তারা কার্ড পাবেন না। ওয়েবসাইটে একটি PDF NID কপি পাবেন। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে হবে।

আশা করি পোস্টটি পড়ে বুঝে গেছেন জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কি করবেন আর কি করবেন না। এরকম NID, Passport, জন্ম নিবন্ধন বিষয়ক পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *