Instagram এ ফলোয়ার বাড়ানোর ১০টি উপায় ২০২৪

Instagram এ ফলোয়ার বাড়ানোর ১০টি উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ ও সুন্দর প্ল্যাটফর্ম হলো: Instagram। সাধারণ আপনি এত দিন Instagram কনটেন্ট, ভিডিও পাবলিশ, শেয়ার করেছেন। তাছাড়াও নিয়মিত কনটেন্ট/ ভিডিও তৈরি করে আপলোড করা শর্তেও ভালো রিচ পাচ্ছেন না। Instagram একাউন্ট থাকার শর্তেও আপনি ইনকাম করতে পারছেন না শুধুমাত্র follower কারনে। তাই আজকের পোস্টে Instagram এ ফলোয়ার বাড়ানোর ১০টি উপায় সম্পর্কে আলোচনা করব। 

Instagram এ ফলোয়ার বাড়ানোর উপায়

ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি এটি একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় 

কেননা কষ্ট করে কনটেন্ট তৈরি করেই যদি ভালো ফলোয়ার না পাওয়া যায়, সেখান থেকে ইনকাম না আসে তবে সেই কষ্ট বৃথা। তাই আজকের পোস্টে আমরা instagram এ ফলোয়ার ভাড়ানোর অনেকগুলো উপায় শেয়ার করব। যেগুলো অনুসরণ করে আপনি খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ফলোয়ার নিতে পারবেন। 

Instagram এ ফলোয়ার বাড়ানোর প্রথম ধাপ সঠিক একাউন্ট তৈরি

এখানে সঠিক অ্যাকাউন্ট তৈরি বলতে বুঝানো হয়েছে এসইও ফ্রেন্ডলি অ্যাকাউন্ট তৈরি। এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রত্যেকটা প্লাটফর্মে সার্চ ইঞ্জিন অ্যালগরিদম থাকে। যেটি তার মধ্যে থাকা ব্যক্তিদের মধ্যে সেরা ব্যক্তিকে বাছাই করে। এবং তার প্রতিটা পদক্ষেপকে সবসময় মনিটর করে। তাই ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি প্রথম শর্ত হলো একটি সঠিক অ্যাকাউন্ট তৈরি করা। সঠিক একাউন্ট তৈরির মধ্যে অনেক গুলো ধাপ রয়েছে যেমন: 

  1. অর্জিনাল প্রোফাইল ফটো
  2. সার্চ ফ্রেন্ডলি ইউজারনেম
  3. বিজনেস অ্যাকাউন্ট তৈরি
  4. আকর্ষণীয় কনটেন্ট ও
  5. আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার

০১/ অর্জিনাল প্রোফাইল ফটো ব্যবহার

আপনি যদি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার অরজিনাল অর্থাৎ আসল ফটো ব্যবহার করুন। কেননা ফেক ফটো ইনস্টাগ্রাম পলিসি সাপোর্ট করে না। এছাড়াও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে নকল বলে মনে হতে পারে। ফলে তারা ফলো করার পরিবর্তে এড়িয়ে যেতে পারে। তাই নিজের একাউন্ট কে ভালো রাখতে এবং অধিক ফলোয়ার পেতে ইনস্টাগ্রামে আসল ফটো ব্যবহার করুন। 

০২/ সার্চ ফ্রেন্ডলি ইউজারনেম

Instagram সব সময় চায় একজন ব্যক্তি তার অরজিনাল নাম এবং ছবি ব্যবহার করুক। যাতে করে তারা খুব সহজে ওই ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারে। এছাড়াও অরজিনাল নাম ব্যবহারকারী ব্যক্তিদের খুব সহজে খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনি যদি ফেক অথবা অব্যবহৃত নামগুলো ব্যবহার করেন। তাহলে অন্যরা আপনাকে খুঁজে পেতে কষ্ট হবে এবং ইনস্টাগ্রাম আপনার নামগুলা রেজাল্টের সবার শেষে শো করাবে। যার ফলে আপনার instagram এর ফলোয়ার কমে যেতে পারে। তাই ইনস্ট্রামে নিজের অর্জিনাল না ব্যবহার করুন। 

০৩/ Business একাউন্ট তৈরি

Instagram তার ইউজারদের জন্য ডিফল্ট ভাবে পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলে সুইচ করার অনুমোদন দেয়। এবং ইনস্ট্রাগ্রাম যেহেতু একটি Business bases platform তাই এটি পার্সোনাল অ্যাকাউন্ট চেয়ে বিজনেস একাউন্ট কে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই পার্সোনাল একাউন্ট ব্যবহারের চেয়ে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করে খুব কম সময়ে অনেক বেশি পরিমানে instagram ফলোয়ার পেতে পারেন। এছাড়াও instagram বিজনেস প্রোফাইলে যে সকল সুযোগ-সুবিধা পাবেন তা পার্সোনাল প্রোফাইলে পাবেন না। 

০৪/ আকর্ষণীয় কনটেন্ট তৈরি

Instagram এ ফলোয়ার বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায় হলো আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা। কেননা আকর্ষণীয় কন্টেন্টের বিকল্প কোন কিছুই নেই। আপনি যদি হাই কোয়ালিটি ও প্রফেশনাল ভাবে কনটেন্টরি বা আপলোড করতে পারেন তাহলে আপনি খুব সহজে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারবেন। কেননা আকর্ষণীয় কন্টেন্ট সবসময় ফলোয়ারদের আপনার দিকে আকৃষ্ট করে। 

এছাড়াও কনটেন্ট তৈরির পূর্বে সঠিক কিওয়ার্ড বেছে নেওয়া উচিত কেন আপনি কিওয়ার্ড রিসার্চ ব্যতীত যেকোনো ধরনের ভিডিও বা কনটেন্ট তৈরি করে আপলোড করলেই ভালো রিচ পাবেন না। ভালো রিচ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে কনটেন্ট তৈরি করতে হবে।

০৫/ আকর্ষণীয় ক্যাপশন তৈরি করা

উপরোক্ত কাজ গুলোর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সঠিক বা আকর্ষণীয় ক্যাপশন তৈরি করা। ক্যাপশন তৈরির জন্য আপনি ২২০০ অক্ষর পর্যন্ত লিখতে পারবেন। তাই নির্ভুল বানান ও বড় ধরনের ক্যাপশন ব্যবহার করা উচিত। কেননা ক্যাপশন আপনার কনটেন্টকে ফলোয়ারদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এবং ভিজিটরদের কনটেন্ট দেখা ও আপনাকে ফলো করতে আকৃষ্ট করে। 

০৬/ শেয়ার Your কনটেন্ট 

Instagram এ ফলোয়ার বাড়ানোর জন আপনার কনটেন্ট গুলোকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন: ফেসবুক, টিকটক, প্রিন্টারেস্ট, টেলিগ্রাম ইত্যাদিতে শেয়ার করুন। কেননা শেয়ার বা ব্যাংক লিংক সার্চ ইঞ্জিনেশনের ক্ষেত্রে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে। 

৭/ Instagram এ ফলোয়ার বাড়ানোর জন্য বুষ্ট করুন

আপনি হয়ত জেনে থাকবেন। গুগল, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো Instagram ও আপনি চাইলে আপনার ব্যবসাকে এডভেটাইজিং করার মাধ্যমে বুষ্ট করতে পারবেন। Instagram এ ফলোয়ার বাড়ানোর জন্য আপনি চাইলে কিছু টাকার বিনিময় আপনার কনটেন্টকে বুষ্ট করতে পারেন। এতে করে অর্গানিকভাবে আপনার Instagram ফলোয়ার বেড়ে যাবে। 

৮/ Follow for Follow 

Instagram এ ফলোয়ার বাড়ানোর জন্য আপনি চাইলে Follow for Follow কাজ করতে পারেন। ফেসবুক গ্রুপ বা টেলিগ্রামে গ্রুপে এমন অনেক কে পাবেন। যারা নিজেদের Instagram এ ফলোয়ার বাড়াতে চায়। আপনি চাইলে বিভিন্ন গ্রুপ থেকে আপনার লোকেশন অনুযায়ী সেই সব ব্যক্তিদের সাথে Follow for Follow কাজ করে Instagram এ ফলোয়ার বাড়াতে পারেন। 

Follow for Follow অর্থাৎ আপনি আমাকে ফলো করবেন এবং আমি আপনাকে। এভাবে আপনি যদি দৈনিক ১০০ জনের সাথে কাজ করতে পারেন। তাহলে মাসে প্রায় ৩০০০ জন নতুন Instagram ফলোয়ার পাবেন। যেটা বছরে প্রায় ৩৬ হাজারে গিয়ে পৌঁছাবে। আপনি কি চিন্তা করেছেন? আপনার instagram একাউন্ট এর বয়স কত? হয়ত ৬ মাস /১ বছর / ২ বছর। কিন্তু ফলোয়ার কত? ৫০০/২০০০/৫০০০ হাজার? তাহলে ভাবুন Follow Vs Follow বিষয়টি যদিও আপনার নিকট কঠিন মনে হচ্ছে। কিন্তু একটু একটু করে প্রতিদিন কাজ করলে এত দিনে আপনার কত জন ফলোয়ার হতো। 

আরো পড়ুনঃ ইউটিউব থেকে আয় করার সেরা ১২ টি উপায়

০৯/ ফ্রিতে 5K Instagram ফলোয়ার পাওয়ার উপায় 

এতক্ষণ যাবত আপনাদের Instagram এ ফলোয়ার বাড়ানোর কিছু টিপস শেয়ার করা হলে। এখন দেখাবো কিভাবে ফ্রিতে ৫০০০ বেশি Instagram এ ফলোয়ার বাড়াতে পারবেন। ফ্রিতে Instagram এ ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে ফোনের ডাটা সংযোগ অন রেখে এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে।

এখন একটু নিচে স্ক্রোল করুন। তাহলে আপনি Twitter, Instagram ও Tik Tok তিনটি লোগো দেখতে পাবেন। এখন আপনি চাইলে এখান থেকে টুইটার, ইন্সটাগ্রাম ও টিকটক ফলোয়ার নিতে পারবেন। আমরা যেহেতু Instagram ফলোয়ার বাড়াবো তাই Instagram লোগতে ক্লিক করব। তাহলে আমরা নতুন একটি পেইজ পেয়ে যাবো। এখন প্রথমে আমরা আমাদের Instagram একাউন্টের Username কপি করে নিব। তারপর এই সাইটে ফিরে এসে Username অপশনে আপনার ইউজার নেমটি পেস্ট করে দিন এবং Search বাটনে ক্লিক করুন। তাহলে এটি আপনার একাউন্টকে খুঁজে নিবে। 

আপনার একাউন্ট খুঁজে পাওয়ার পর আপনি নিচে Continue বাটন পাবেন এবং উপরে কতজন ফলোয়ার নিতে চান সেটি সিলেক্ট করুন। এখানে আপনি ৫০০, ২৫০০ ও ৫০০০ ফলোয়ার অপশন পাবেন। সেখান থেকে ৫০০০ ফলোয়ার সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করুন। তাহলে Follower add একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে এটি আপনার সাইটের সঙ্গে কানেক্ট হবে। সম্পূর্ণ কানেক্ট হওয়ার পর আপনি দেখবেন আপনার ফলোয়ার ৫০০০ বেড়ে গেছে। এখন সেই ফলোয়ার গুলোকে আপনার একাউন্টে সম্পূর্ণরূপে পাঠানোর জন্য আপনাকে সিকিউরিটি স্বরূপ দুটি সহজ Task কমপ্লিট করতে হবে।

Task complete করার জন্য আবারও Continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে টাক্স পেইজে রিডাইরেক্ট করবে। এখন একটু নিচে গেলে আপনি অনেক গুলো টাক্স বা কাজ পাবেন। কাজ গুলো হলো: Image/app download, Email verification, Mobile number ইত্যাদি। এখন যেকোন দুটি কাজ সফলভাবে Complete করুন। যদি Task Complete করার সময় অন্য ট্যাবে নিয়ে যায়। তাহলে টাক্স Complete শেষে ঐ ট্যাব কেটে মেইন সাইটে চলে আসুন। 

Task দুটি সফলভাবে শেষ করার পর আপনার পেইজে রিফ্রেশ করুন। তাহলে Congratulations! পেয়ে যাবেন। এখন আবারও আপনার ইন্সটাগ্রাম Username দিয়ে Start বাটনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টে আচার্যজনকভাবে ৫০০০ ফলোয়ার যুক্ত হয়ে যাবে। আর্টিকেল পড়ে বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখুন। 

১০/ ফ্রিতে Instagram এ ফলোয়ার বাড়ান ওয়েবসাইট থেকে

Instagram এ ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের Internet সংযোগটি চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে takipfun.net লিখে সার্চ করুন। তাহলে আপনি একটি অন্য ভাষার ইন্টারপেইজ পেয়ে যাবেন। এখন প্রথমে সাইটের ভাষা পরিবর্তন করতে হবে। 

ভাষা পরিবর্তন করার জন্য ব্রাউজারের উপরের 3 ডট অপশনে ক্লিক করুন। তারপর একটু নিচে স্ক্রোল করলে Translate একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। তাহলে সাইটের ভাষা গুলো ইংরেজি হয়ে যাবে। এখন Login with Instagram বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে ভিতরে নিয়ে আসবে। এখন ভিতরে প্রবেশ করার পর যদি সাইটের ভাষা গুলো আবারও পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি সাইটে থাকা Select language অপশন থেকে আবারও সাইটের ভাষা পরিবর্তন করে নিতে পারবেন। এখন আপনি আরোও দুটি অপশন দেখতে পাবেন। 

  • User name ও
  • Password 

এখন ইউজারনেম ও পাসওয়ার্ড এর ঘরে আপনার instagram এর লগইন এড্রেস গুলো দিতে হবে। তবে এটি যেহেতু একটি থার্ড পার্টি ওয়েবসাইট তাই এখানে আপনার অরজিনাল ইনস্টাগ্রাম একাউন্ট এর নিউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। এখানে আপনাকে একটি ডেমো ইনস্টাগ্রাম একাউন্টে পাসওয়ার্ড ও ইউজারনেম ব্যবহার করে লগইন করতে হবে। তারপর আপনি ভিতরে ঢুকে আপনার আর্জিনাল একাউন্টকে বুষ্ট করতে পারবেন। 

এখন আপনি Demo অর্থাৎ নতুন করে তৈরি করা একটি Instagram একাউন্টের Username এবং Password দিয়ে login অপশন ক্লিক করুন। 

তাহলে আপনার সামনে নতুন একটি পেইজ চলে আসবে। সেখান অনেক গুলো সংখ্যা দেখতে পাবেন। যেমন: +75। এখন আপনি+75 অপশনে ক্লিক করুন। তারপর স্ক্রোল করে নিচে নামলে Username নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে আপনার Username বসিয়ে দিন। 

অবশ্যই আপনি যে একাউন্ট ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সেই একাউন্টের Username বসিয়ে Find user অপশন ক্লিক করুন। তাহলে আপনার একাউন্ট প্রোফাইল চলে আসবে। এখন তার নিচে থাকা ১৫/২০/২৫ যেই সংখ্যায় থাকুক না কেনো সেটি পরিবর্তন করে শুরুতে যেই সংখ্যা সিলেক্ট করেছেন। অর্থাৎ ৭৫ সেটি টাইপ করে Start বাটনে ক্লিক করুন। তাহলে নিচে সময় গণনা শুরু হয়ে যাবে এবং আপনার একাউন্টে ফলোয়ার বাড়তে থাকবে। 

এভাবে করে আপনি প্রতিবার একটি করে ডেমো অ্যাকাউন্ট তৈরি করে সেখানে কমপক্ষে ১০০ থেকে দেড়শ করে instagram ফলোয়ার বাড়াতে পারবেন। তবে মনে রাখবেন এসব ট্রিক্স এবং টিপসের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কনটেন্ট তাই উপরে বিষয়গুলোতে নজর দিন। 

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বুঝে গেছেন Instagram এ ফলোয়ার বাড়ানোর ১০টি উপায় সম্পর্কে। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *