ফেসবুক থেকে আয় করার সেরা ৫টি উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। এখন থেকে আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন উপায় আয় করতে পারবেন। নিম্নে ফেসবুক থেকে আয় করার সেরা ৫টি উপায় সম্পর্কে আলোচনা করা হলো।
আলোচনার বিষয়
ফেসবুক থেকে আয় করার সেরা ৫টি উপায়
আপনি যদি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে খুব সহজে সেটি করতে পারবেন। কারণ, বর্তমানে ফেসবুক তার ব্যবহারকারীদের Facebook এর সাথে কাজ করার অনেক সুযোগ করে দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সেরা ৫টি উপায় হলো:
- ফেসবুক ভিডিও কনটেন্ট
- ফেসবুক রিলস
- ফেসবুক মার্কেটিং
- ড্রপশিপিং ও
- প্রোডাক্ট বিক্রয়
০১. ফেসবুক থেকে আয় করার প্রথম উপায় কনটেন্ট তৈরি করা
বর্তমান ফেসবুক থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে ভিডিও কনটেন্ট তৈরি করা।
যেমন: আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনি একটি ট্রাভেলিং ব্লগ তৈরি করে সেখানে আপনার ভ্রমণের ভিডিও আপলোড করে ফেসবুক থেকে আয় করতে পারবেন। এছাড়াও আপনার পছন্দের যেকোন ধরনের কনটেন্ট তৈরি করে আয় করতে পারবেন। যেমন: ব্লগ, খাবারের ভিডিও, মোটিভেশনাল ভিডিও, নিউজ ভিডিও, টেকনোলজি ভিডিও ইত্যাদি।
ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে ইনকাম করার জন্য সবার প্রথমে আপনাকে একটি ফেসবুক ব্লগ পেইজ তৈরি করতে হবে। তারপর সেই পেইজে আপনার তৈরি করা ভিডিও গুলো আপলোড করতে হবে। অব্যশই নিজের তৈরি করা কনটেন্ট আপলোড করবেন। অন্যের ভিডিও ডাউনলোড, চুরি বা এডিট করে করে আপনার ফেইজে ছাড়তে যাবেন না। এতে পেইজের ক্ষতি হবে এবং আপনি ফেসবুক থেকে আয় করতে পারবেন না। তাই ফেসবুক ফেইজ থেকে ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করার জন্য ফেসবুক মনিটাইজেশন পলিসি মেনে কাজ করুন।
নিয়মিত আপনার তৈরি করা কনটেন্ট আপলোড করুন। একটা সময় যখন আপনার ফেইজের ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম দেখা পূরণ হবে। তখন আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। মনিটাইজেশন পাওয়ার পর আপনি আপনার কনটেন্ট গুলো থেকে ইনকাম করতে পারবেন।
০২. ফেসবুক থেকে আয় করার দ্বিতৃয় উপায় ফেসবুক Reels
আপনার যদি ফেসবুক পেইজ অথবা প্রোফাইলে প্রফেশাল মোড on থাকে তাহলে আপনি ফেসবুক Reels থেকে আয় করতে পারবেন। আপনার যারা এতদিন TikTok এ ফ্রিতে video ভিডিও আপলোড করেছেন। এখন থেকে আপনি চাইলে এই Tik Tok video ভিডিও গুলো ফেসবুক Reels এ আপলোড করে আয় করতে পারবেন।
কারন, রিলস ভিডিও গুলো অনেক বেশি View হয় এবং Reels থেকে মনিটাইজেশন অন করে আয় করতে পারবেন। এটি ইউটিউব শর্টস এর মতোই কাজ করে। অর্থাৎ ইউটিউবে যেমনটি ভাবে শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। ঠিক একইভাবে ফেসবুক Reels ও শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে পারবেন।
ফেসবুক রিলস ভিডিও আপলোড করে আয় করার জন্য প্রথমে দেখুন আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অন আছে কিনা। যদি অন থাকে তবে আপনি ফেসবুক রিলস থেকে আয় করতে পারবেন। এখন যারা TikTok অথবা Reels ভিডিও তৈরি করার পরেও ভালো আয় করতে পাচ্ছেন না। তারা চাইলে আরোও দুটি উপায়ে ফেসবুক থেকে আয় করতে পারবেন যেমন:
- Monetization ও
- Sponsor
আরো পড়ুনঃ ইউটিউব থেকে আয় করার সেরা ১২ টি উপায়
০৩. পণ্য বিক্রি করে ফেসবুক থেকে আয় করার উপায়
উপরোক্ত দুটি পদ্ধতি ছাড়াও আপনি চাইলে ফেসবুকে পণ্য বিক্রি করে আয় করতে পারবেন। আপনি যদি ফেসবুক news feed যান তখন আপনার যেসব জিনিসের প্রতি interested সেইসব প্রোডাক্ট এর বিজ্ঞাপন আপনার সামনে ভিডিও, অডিও অথবা ব্যানার হিসেবে শো করবে। এখন আপনার কোনো প্রোডাক্ট পছন্দ হলে অডার করছেন। এভাবে এক শ্রেনির মানুষ ফেসবুক এডস এর মাধ্যমে প্রোডাক্ট/পণ্য সেল করে আয় করছে।
তাছাড়া আপনি যদি অনলাইনে প্রোডাক্ট সেল করতে যান তাহলে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে এবং সেই সাথে maintain করতে হবে এবং অর্ডার গুলো কিভাবে আসবে সেগুলো দেখতে হবে। মোট কথা প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু এসব ঝামেলায় না জড়িয়ে শুধু মাত্র একটি ফেসবুক পেইজ খুলে আপনার প্রোডাক্ট এর ছবি অথবা ভিডিও আপলোড করবেন এবং সেটাকে বুষ্ট করুন। তাহলে কাজ শেষ।
এখন আপনার দেয়া মোবাইল নাম্বারে প্রোডাক্টটি নেওয়ার জন্য ক্রেতারা ফোন দিলে আপনি ফোন রিসিভ করে কথা বলে অর্ডারটি কনফার্ম করে। ক্রেতার ঠিকানায় প্রোডাক্টটি সেল করে ফেসবুক থেকে আয় করতে পারবেন। ফেসবুকে পেইজ এর মাধ্যমে খুব সহজেই প্রোডাক্ট সেল করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তার কারন ফেসবুক অনেক অনেক সময় মানুষ এক্টিভ থাকে। সেইজন্য খুব সহজেই প্রোডাক্টি সেল হয় অনেক অনেক বেশি। এখন আপনি চাইলে ফেসবুক পেইজের মাধ্যমে প্রোডাক্ট সেল করে আয় করতে পারবেন। তাছাড়া ও আপনি ফেসবুক Marketplace অপশন থেকে আপনাক প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আপনার প্রোডাক্টি সেল করতে পারবেন।
০৪. ফেসবুক মার্কেটিং করে ফেসবুক থেকে আয় করুন।
ফেসবুকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ইনকাম করার মাধ্যম। যেগুলো সরাসরি ও পরোক্ষভাবে ফেসবুক ইনকামের সাথে জড়িত। ফেসবুক ব্যবসায় সফলতার কারণে আজকাল অনেকেই facebook মার্কেটিং অর্থাৎ এফ কমার্স করে যাচ্ছেন। আর একটি f-commerce বিজনেসস তৈরির জন্য প্রয়োজন তার মার্কেটিং, এসইও ও কাস্টমাইজেশন।
Freelancer, Fiverr, Upwork সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে আপনি খোঁজ নিলে এমন অনেক কোম্পানিকে পেয়ে যাবেন যাদের ফেসবুক মার্কেটার প্রয়োজন। এখন আপনি চাইলে একটি কোর্স করার মাধ্যমে ফেসবুক মার্কেটিং শিখে ওসব কোম্পানিদের মার্কেটিং সার্ভিস দিয়ে ফেসবুক থেকে আয় করতে পারবেন। এখানে যদিও সরাসরি ফেসবুক থেকে ইনকাম আসবে না। তবে আপনি চাইলে ফেসবুকের জন্য কাজ করে বিভিন্ন মার্কেটপ্লেস এর সাহায্যে আয় করতে পারবেন।
০৫. Dropshipping করে ফেসবুক থেকে আয় করুন
বর্তমান তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় অনলাইন পেশা হচ্ছে Dropshipping। আপনি ফেসবুকে Dropshipping করে আয় করতে পারবেন। ড্রপশিপিং হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে অন্যের প্রোডাক্টকে নিজের মতো করে বিক্রি বা মার্কেটিং করে আয় করতে পারবেন।
অর্থাৎ ধরুন দারাজ ই-কমার্স কম্পানি তাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। এখন আপনি সেখান থেকে বেছে বেছে কয়েকটি জনপ্রিয় প্রোডাক্ট এর তথ্য সহ একটি তালিকা তৈরি করে আপনার ফেসবুক ফেইজে মূল্য পরিবর্তন করে আপলোড করে দিলেন। যেমন: দারাজে একটি টি-শার্ট বিক্রি হচ্ছে ৫০০ টাকা। আপনি সেই টি-শার্ট এর ছবি সহ বিস্তারিত তথ্য আপনার ফেসবুক পেইজ বা Shop মূল্য পরিবর্তন করে ৫০০ থেকে ৫৫০ টাকা করে আপলোড করে দিলেন। এখন কেউ যদি আপনার পেইজে পণ্যটি দেখে অর্ডার করে। তাহলে আপনি সেই পণ্যটি ৫০০ টাকায় দারাজ থেকে ঐ ব্যক্তির ঠিকানায় অর্ডার করে দিলেন। অথচ আপনি কোন ই-কমার্স প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও আপনি বসে বসে ৫০ টাকা ইনকাম করে ফেললেন। এভাবে ড্রপশিপিং করে ফেসবুক থেকে আয় করতে পারবেন। তবে ড্রপশিপিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট Shopify.
Dropshipping ছাড়াও আপনি চাইলে Affiliate marketing করেও আয় করতে পারবেন। যেমন: Daraz হাজার হাজার প্রোডাক্ট রয়েছে এখন আপনি Affiliate Program জন্য আবেদন করলেন এখন তারা যদি আপনাকে অনুমতি দিয়ে দেয় তাহলে আপনি Daraz যেকোনো প্রোডাক্ট প্রমোট করতে পারবেন।
এখন আপনার লিংকে প্রবেশ করে কেউ যদি Daraz থেকে কোন প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি Daraz থেকে একটি কমিশন পাবেন এবং আপনার লিংকে প্রবেশ করার পরে নির্দিষ্ট একটি টাইমে যেমন ৪৮/৭২ ঘন্টার ভিতরে যদি যেকোনো প্রোডাক্ট কিনে তাহলে সবগুলো থেকে আপনি কমিশন পাবেন। এখন আপনি এই Affiliate marketing বিভিন্ন ওয়েবসাইট থেকেও করতে পারবেন। যেমন:
- Daraz
- Alibaba
- AliExpress ইত্যাদি
অর্থাৎ নিজের প্রোডাক্ট না থাকার শর্তেও ফেসবুক কে কাজে লাগিয়ে Affiliate marketing করে ফেসবুক থেকে আয় করতে পারবেন। এভাবে আপনি ফেসবুক থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন।