ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করুন 

ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করুন  বিদেশ ভ্রমণ, ব্যবসা-বাণিজ্য কিংবা পড়ালেখা সর্বক্ষেত্রে পাসপোর্ট প্রযোজ্য। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছেন ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কিন্তু ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারেন না। অনলাইনে কিভাবে ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি জানতে হয়। অনেকে বিষয়টিকে অনেক জটিলভাবে নেন। তারা মনে করেন এটা অনেকটা ঝামেলার ব্যাপার। তাদের জন্য আজকের পোস্টি। 

আরোও পড়ুন: পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়

আজকের পোস্টে আমি খুব সহজ ও সুন্দর কয়েকটি স্টেপে দেখিয়ে দিব। যার সাহায্যে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র ৩-৫ মিনিটের মধ্যে আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। অর্থাৎ E passport এর ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা? পাসপোর্টটি Printing এর জন্য গিয়েছে কিনা কিংবা ই পাসপোর্টের Issue হয়েছে কিনা ইত্যাদি বিষয়ে জানবে আজকের পোস্টে। তো চলুন শুরু করি।

অনলাইনে ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই পদ্ধতি

অনলাইনে ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজারে প্রবেশ করবেন। তারপর ব্রাউজারের এড্রেসবারে epassport.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনেরা ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখন মেনুবার বা টাপবার থেকে Check status অপশনে ক্লিক করুন। Check status অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে Check application status ইন্টারপেইজটি Open হবে

এখন Application ID ঘরে Application ID টি সঠিকভাবে লিখে দিবেন। (Application ID টি আপনি ডেলিভারি স্লিপের ওপরে অংশে পেয়ে যাবেন) ID বসানো হয়ে গেলে Date of birth ঘরে আপনার জন্ম নিবন্ধনের তারিখ, মাস ও সাল বসিয়ে নিচে থেকে ক্যাপসাটি পূরণ করে Check বাটনে ক্লিক করুন।  তহলে আপনার সামনে ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি শো করবে। 

ই পাসপোর্টের বর্তমান অবস্থা কি?

আপনার ই পাসপোর্টের অবস্থাটি যদি at local office দেখায়। তাহলে বুঝবেন আপনার পাসপোর্টের Enrollment সম্পন্ন হয়েছে। সেটি বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে। আর ই পাসপোর্টের অবস্থাটি যদি please bring the delivery slip দেখায় তাহলে বুঝবেন আপনার পাসপোর্টটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আপনি ডেলিভারি স্লিপ নিয়ে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। 

আরোও পড়ুন: টোকেন দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

অনেক সময় পাসপোর্ট তৈরি হওয়ার পরেও মোবাইলে SMS কিংবা জিমেইল আসতে দেরি হয়। অথবা যেকোন সমস্যার কারণে সেটি নাও আসতে পারে। এমন পরিস্থিতে আপনি অনলাইনের মাধ্যমে মাত্র ৩-৫ মিনিটে আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি যাচাই করে দেখতে পারেন। 

SMS এর সাহায্যে ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করুন 

অনলাইন ছাড়াও SMS এর সাহায্যেও আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি যাচাই করতে পারবেন। অনেকে ১ম পদ্ধতিকে কঠিন মনে করতে পারেন। তাই তারা চাইলে এই পদ্ধতিতে মাত্র ১-২ মিনিটে ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন তো চলুন শুরু করি।

SMS এর সাহায্যেও আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি যাচাই করতে প্রথমে ফোনের Message অ্যাপটি Open করুন। এখন ডান পাশে থাকা Start Chat আইকনে ক্লিক করুন।

এখন Type a name ঘরে 16445 লিখে কিবোর্ড থেকে Done অপশনে ক্লিক করুন। তারপর Text message ঘরে EPP স্পেস Application ID (Application ID টি আপনি ডেলিভারি স্লিপের ওপরে অংশে পেয়ে যাবেন) বসিয়ে SMS আইকনে ক্লিক করুন।

অব্যশই ফোনে ১/২ টাকা থাকতে হবে। যদি সবকিছু সঠিকভাবে করেন তাহলে ফিরত SMS এ আপনাকে আপনার ই পাসপোর্টে বর্তমান অবস্থাটি জানিয়ে দেওয়া হবে। 

OID দিয়ে ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করুন 

OID দিয়ে ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করত মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট সংযোগটি সচল রেখে যেকোন ব্রাউজারে চলে আসনু। তারপর এড্রেস বারে epassport.gov.bd লিখে সার্চ করুন। এখন ওয়েব পেইজের 3 মাইনাস থেকে Chack status অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন আরেকটি ইন্টারপেইজ ওপেন হবে। এখন Online Registration ID ঘরে আপনার OID টি বসিয়ে দিন (OID বা রেজিস্ট্রেশন আইডিটি আপনি অনলাইনে ই পাসপোর্টের আবেদন করার পর ১ পাতার যেই স্লিপটি পেয়েছেন সেখানে পেয়ে যাবেন)এখন OID নম্বর বসিয়ে Date of birth অপশন থেকে জন্ম নিবন্ধন সাল, মাস ও তারিখ বসিয়ে নিচে থেকে I am human ক্যাপসাটি পূরণ করে Check বাটনে ক্লিক করুন। সব তথ্য ঠিক থাকলে আপনি আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থাটি দেখতে পাবেন।  উপরিক্ত যেকোন একটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজে আপনার ই পাসপোর্টের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *