একজন নাগরিকের কাছে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। কেননা জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটি কাজে এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আপনার অবশ্যই জানা উচিত আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন করা আছে কিনা। যাতে করে ভবিষ্যতে এনআইডি সম্পর্কিত ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। আজকের আর্টিকেলে আমরা এনআইডি কার্ড চেক করার পদ্ধতি, কোড দিয়ে এনআইডি কার্ড চেক করার নিয়ম, অনলাইনে এনআইডি কার্ড চেক সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি..
আলোচনার বিষয়
NID কোড দিয়ে জন্ম নিবন্ধ যাচাই পদ্ধতি
আপনি যদি ১৭ ডিজিটের বা ১৩ ডিজিটের কোড দিয়ে আপনার NID তথ্য চেক করতে চান অথবা এটা জানতে চান যে আপনার NID কার্ডটি অনলাইন করা আছে কিনা। তাহলে প্রথমে যেকোন ব্রাউজারের এড্রেস বারে এটা লিখে https://everify.bdris.gov.bd সার্চ করুন। তারপর অয়েবসাইটিতে ঢুকলে আপনি এরকম একটি ইন্টারপেইজ দেখতে পাবেন।
এখন প্রথম ঘরে আপনার NID নম্বরটি বসিয়ে নিন এবং ২য় ঘরে NID অনুসারে জন্ম তারিখ বসিয়ে নিন। জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে অব্যশই এই নিয়মটি ফলো করুন। প্রথমে আপনার জন্ম সাল, তারপর মাস এবং সর্বশেষ দিন (YYYY- MM-DD) দুটি তথ্য সঠিকভাবে বসানো হলে নিচের গাণিত ক্যাপসাটি সমাধান করে Search অপশনে ক্লিক করুন। যদি একের অধিক NID চেক করতে চান তাহলে Clear বাটনে ক্লিক করে পুরনো তথ্য গুলো ক্লিয়ার করে পূর্বের নিয়মে আবারও চেষ্টা করুন।
আপনার NID টি যদি অনলাইন করা থাকে তাহলে আপনার সামনে আপনার NID তথ্য গুলো দেখতে পাবেন। এবং চাইলে কম্পিউটার থেকে প্রিন্ট কপি বের করে নিতে পারবেন। যারা কম্পিউটার ও প্রিন্ট ইউজার তারা কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrt+P চাপলে প্রিন্ট অপশন দেখতে পাবেন। সেখান থেকে PDF কপি প্রিন্ট করে নিতে পারবেন। আর যারা মোবাইল দিয়ে NID চেক করবেন তারা PDF কপি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। NID সকল তথ্য দেওয়ার পরেও যদি কোন ডাটা না আসে তাহলে বুঝতে হবে আপনার NID টি অনলাইন করা নেই। সেক্ষেত্রে NID অনলাইন কপির জন্য জন্ম নিবন্ধন পরিষদ বরাবরের নিকট আবেদন করতে হবে।
পুরাতন ভোটার নাম্বার দিয়ে ডিজিটাল স্মার্ট নাম্বার বের করুন
আপনার কাছে যদি পুরাতন ভোটার আইডি কার্ড থাকে এবং সেটির স্মার্ট নাম্বার জানতে চাচ্ছেন তাহলে যেকোন ব্রাউজারের এড্রেস বারে Bangladesh NID application system লিখে সার্চ করুন। আপনার সামনে আসা প্রথম অয়েবসাইটে চলে আসুন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টানপেইজ শো করবে।
এখন প্রথম ঘরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বর ২য় ঘরে আপনার জন্ম দিন, মাস ও সাল সঠিকভাবে বসিয়ে নিন। তারপর নিচের ক্যাপসাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার NID ডিজিটাল নাম্বারটি দেখতে পাবেন। এভাবে আপনি যেকোন ধরনের পুরনো NID কার্ডের ডিজিটাল স্মার্ট নম্বর খুব সহজে জেনে নিতে পারবেন।
স্মার্টকার্ড তৈরি হয়েছে কিনা চেক করুন
আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা শুধুমাত্র সাধারণ আইডি কার্ড বা লেমেন্টিং আইডি কার্ড পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত স্মার্টকার্ড পাননি। তারা চাইলে মোবাইল থেকে শুধুমাত্র একটি এসএমএস পাঠিয়ে জেনে নিন আপনার স্মার্ট কার্ডটি প্রস্তুত হয়েছে কিনা। অথবা কবে বা কোথায় আপনার স্মার্ট কাডটি পাবেন। কাজটি আপনি সাধারণ মোবাইল অর্থাৎ বাটন সেট এবং অ্যাড্রয়েড মোবাইল দিয়েও করতে পারবেন। তাবে এর জন্য আপনার ফোনে অব্যশই কম পক্ষে ২/৪ টাকা থাকতে হবে। তো চলুন শুরু করি। SMS দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য প্রথমে মোবাইলের Message অপশনে চলে আসুন। তারপর Start chat অপশনে ক্লিক করুন।
তারপর ১০৫ নম্বর লিখে চ্যাটে SC স্পেস NID স্পেস NID নম্বর লিখে Send বাটনে ক্লিক করুন। পিরত এসএমএস এ আপনার কার্ডটি সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। এভাবে খুব সহজে জেনে নিতে পারবেন আপনার স্মার্টকাডটি প্রস্তু হয়েছে কিনা। SMS Demo> Dail 105 then send message SC<Space>NID<Space>Your NID number> then Send.
একনজরে আজকের পোস্ট
- কোড দিয়ে NID চেক করার নিয়ম
- অনলাইন থেকে NID চেক করার নিয়ম
- NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে NID চেক
- ১৭ ডিজিটের কোড দিয়ে NID চেক
- ১৩ ডিজিটের কোড দিয়ে NID চেক
- স্মার্ট কার্ড কখন পাবেন?
- স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করুন
- SMS এ স্মার্টকার্ড চেক করার নিয়ম
- নতুন ডিজিটাল NID নম্বর বের করার নিয়ম
- পুরাত NID থেকে নতুন স্মার্ট কোড বের করার নিয়ম